১৬ ডট বল, ৪ ওভারে দিলেন মাত্র ১১ রান, এবার IPL-এ নজির গড়লেন ‘বসে যাওয়া’ ভুবি!
‘পুরনো চাল ভাতে বাড়ে’ – সেই বাংলা প্রবাদের বাস্তব রূপ দিলেন ভুবনেশ্বর কুমার। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে দুই উইকেট নিলেন সানরাইজার্স হায়দরবাদের তারকা পেসার। ডট বল করলেন ১৬ টি। শুধু তাই নয়, মাত্র একটি বাউন্ডারি হজম করলেন। তাও ফিল্ডারের ব্যর্থতায় সেটা ২০ তম ওভারের শেষ বলে হল। সবমিলিয়ে এবারের আইপিএলের এখনও পর্যন্ত সবথেকে ‘ইকোনমিকাল স্পেল’ করলেন ভুবি। অর্থাৎ এবার আইপিএলের পুরো চার ওভারের কোটা সম্পূর্ণ করে সবথেকে কম রান দিলেন।
সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্তভাবে শুরু করেন ভুবনেশ্বর। প্রথম দুটি বলে কোনও রান দেননি। তৃতীয় বলটা তাড়া করে মারতে যান ফিল সল্ট। ব্যাটের কাণায় বল উইকেটের পিছনে জমা পড়ে বল। তাঁর সৌজন্যে প্রথম ওভারে মাত্র এক রান তোলে দিল্লি। সেটাও লেগবাই থেকে আসে। ভুবনেশ্বরের দ্বিতীয় ওভারের প্রথম বলে এক রান মিচেল মার্শ। তারপর টানা পাঁচটি বলে ওয়ার্নারকে একটা রানও দেননি ভুবি। সেইসময় ভুবির বোলিং ফিগার ছিল ২-০-২-১। তাঁকে দেখে মনে হচ্ছিল না যে দীর্ঘদিন তেমন ছন্দে ছিলেন না। নিখুঁত বল করছিলেন।
আরও পড়ুন: SRH vs DC, IPL 2023: এক ওভারে ৩ উইকেট, দায়িত্ব নিয়ে ম্যাচের রং বদলে বড় নজির গড়লেন সুন্দর
সেই ছন্দ নিজের দ্বিতীয় স্পেলেও ধরে রাখেন ভুবি। ১৮ তম ওভার এবং ২০ ওভারে বল করেন। ১৮ ওভারে মাত্র চার রান খরচ করেন। সেইসঙ্গে নিখুঁত ইয়র্কারে অক্ষর প্যাটেলকে আউট করেন। তারপর ২০ তম ওভারে ছয় রান দেন। তাও শেষ বলটা চার রান হয়ে যায়। ওটাই উলটে ক্যাচ ধরা উচিত ছিল। কিন্তু সেটা না হওয়ায় ভুবির চার ওভারের প্রথম বাউন্ডারি আসে এবং ভুবির নিখুঁত বোলিংয়ে কিছুটা যেন চোনা পড়ে যায়। তারপরও অবশ্য এবারের আইপিএলে সব রান দেওয়ার নজির গড়ে ফেলেন ভুবি।
আরও পড়ুন: SRH vs DC: মাঠেই পুরনো বন্ধু ভুবির পায়ে হাতে ওয়ার্নারের! অবিশ্বাস্য অভ্যর্থনা হায়দরাবাদের
ভুবনেশ্বরের পুরো চার ওভারের স্পেলের হাল-হকিকত
০, ০, উইকেট, ১ লেগবাই, ০, ০, ১, ০, ০, ০, ০, ০, ১, ১ লেগবাই, ০, ১, উইকেট, ১, ০, ১ উইকেট (রান-আউট), ০, উইকেট (রান-আউট), ১, ৪।
২০২৩ সালের আইপিএলে সবথেকে ‘ইকোনমিকাল স্পেল’
১) ভুবনেশ্বর কুমার: চার ওভারে ১১ রান, দুই উইকেট।
২) মার্ক উড: চার ওভারে ১৪ রান, পাঁচ উইকেট।
৩) মায়াঙ্ক মারকাণ্ডে: চার ওভারে ১৫ রান, চার উইকেট।
৪) ট্রেন্ট বোল্ট: ৪ ওভারে ১৬ রান, এক উইকেট।
৫) বরুণ চক্রবর্তী: ৪ ওভারে ১৬ রান, দুই উইকেট।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here