১৫ – ২০ রান বেশি করতে দিয়েছি; নিজেদের হারের কারণ ব্যাখ্যা করলেন কেএল রাহুল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের ১৮ রানে ম্যাচ হেরে ক্ষিপ্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর মতে তাদের বোলাররা ভালো শুরু করলেও প্রতিপক্ষকে তারা ১৫ থেকে ২০ রান বেশি করতে দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির ৯৬ রানের সাহায্যে খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসে RCB. শুরুটা খারপ হলেও পরে নিজেদের পুনরুদ্ধার করে নেয় ব্যাঙ্গালোর। ৬ উইকেটে ১৮১ রান তোলে ব্যাঙ্গালোর। যার জবাবে লখনউ টিমের বিরুদ্ধে হ্যাজেলউড (২৫ রানে চার উইকেট) দুর্দান্ত বোলিং করেন। লখনউ ২০ ওভারে তোলে ১৬৩/৮ রান। হার্ষাল প্যাটেল ৪৭ রানে দুটি এবং গ্লেন ম্যাক্সওয়েল ১১ রানে একটি উইকেট নেন। মিতব্যয়ী বোলিং করতে গিয়ে শাহবাজ আহমেদ চার ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন। লখনউয়ের হয়ে ৪২ রান করেন ক্রুণাল পান্ডিয়া।
ম্যাচের পর রাহুল বলেন,‘আমি মনে করি আমরা প্রথম ওভারে দুই উইকেট নিয়ে ভালো শুরু করেছিলাম। কিন্তু তারপর পাওয়ারপ্লেতে আমরা ৫০ রান (৪৭ রান) করতে দিয়েছি। আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমি মনে করি এই পিচে ১৮০ রানের (১৮১ রান) করতে দিয়ে আমরা তাদের ১৫-২০ রান অতিরিক্ত করতে দিয়েছিলাম।’
রাহুল আরও বলেন, ‘এইপিচে ব্যাট করা সহজ ছিল না। আমরা প্রথম দিকে উইকেট পেয়েছিলাম,যা আমরা খুঁজছিলাম কিন্তু আমরা মাঝের ওভার গুলোতে চাপ তৈরি করতে পারিনি।’ রাহুল বলেছিলেন যে লক্ষ্য তাড়া করার সময় তাদের একটি বড় জুটি দরকার ছিল। তিনি বলেন,‘আমাদের একটি বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল, আমরা দেখেছি ফ্যাফ আরসিবির জন্য কী করেছেন। আমি মনে করি আমাদের শীর্ষ তিন বা চার ব্যাটসম্যানের একজনের কাছ থেকে একটি বড় ইনিংস দরকার ছিল।’
For all the latest Sports News Click Here