১৫১ কিমিতে আছড়ে পড়ল উমরানের বল, উড়ে গেল বাংলাদেশ ব্যাটারের স্টাম্প: ভিডিয়ো
গত আইপিএলেই নিজের জাত চিনিয়েছিলেন উমরান মালিক। বল হাতে ১৫০ কিলোমিটার বেগে বল করতে দেখা যায় কাশ্মীরের এই পেসারকে। তাঁর গতি দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। এমনকী ভালো পারফরম্যান্সের জন্য জাতীয় দলে জায়গাও করে নেন তিনি। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও ডাক পান উমরান। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে। কিন্তু দুই ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ড সফর থেকে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়েছে ভারত। সেই সিরিজে রয়েছেন উমরানও। প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতেই উজাড় করে দিলেন উমরান। বল হাতে পেয়েই নাজমুল হোসেন শান্তকে ড্রেসিংরুমে পাঠালেন তিনি। নাজমুল বুঝতেই পারলেন না। ক্রিজে দাঁড়িয়ে থাকলেন চুপ করে।
নাজমুল যে বলে আউট হলেন, সেটির গতিবেগ ছিল ঘণ্টায় ১৫১ কিমি। উমরানের এই গতির কাছে কার্যত মাথা নোয়ালেন বাংলাদেশের এই ব্যাটার।উমরানের এই স্পেলের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় এই পেসারের গতি দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। ধারাভাষ্য দিতে থাকা প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর বলেন, ‘সত্যি অবিশ্বাস্য। আমরা কিছু বুঝতেই পারলাম না। ১৫০ কিমি বেগে বল করল উমরান। যে কোনও ব্যাটারের কাছে কঠিন কাজ। নাজমুল বুঝতেই পারেনি। আমি আইপিএলে ওকে দেখেছি। বলের গতি রয়েছে। তবে মাঝে মধ্যে লাইন লেংথের সমস্যা রয়েছে। আশা করছি অভিজ্ঞতার সঙ্গে ঠিক শুধরে নেবে।’
আরও পড়ুন: IND vs BAN 2nd ODI Live: ৬ উইকেটের বিনিময়ে ২০০ রানের গণ্ডি টপকে গেল বাংলাদেশ
শুধু শান্ত একা নন, ক্রিজের অপর প্রান্তে থাকা শাকিব আল হাসানও অবাক হয়ে দেখলেন। তিনিও যে উমরানের গতির কাছে চমকে গিয়েছেন, তা তাঁর চোখ মুখে দেখে বোঝা গেল। তবে প্রথম একদিনের ক্রিকেটে জিতে যে আত্মবিশ্বাস সংগ্রহ করেছিল বাংলাদেশ, তা ভারতীর বোলাদের দাপটে যে কেটে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
For all the latest Sports News Click Here