১৫০ কোটি ছুঁই ছুঁই, বক্স অফিস নবম দিনে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কালেকশন কত জানেন?
বক্স অফিস ফুলে ফেঁপে উঠছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবির মুক্তির পর থেকে পরিচালক বিবেক আগ্নিহোত্রী নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ছবি মুক্তির ৯ দিন পরেও বক্স অফিসে তুমুল ব্যবসা করছে এই ছবি। একদিনে সবথেকে বেশি ব্যবসা করে ছবিগুলির মধ্যে নাম লেখাতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। একই সঙ্গে ১৫০ কোটির কালেকশনের দিকে ঝড়ের গতিতে এগোচ্ছে এই ছবি।
ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ রবিবার টুইট করে জানিয়েছেন, ঘোড়ার মতো ছুটছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। শনিবার নবম দিনে বাকি আট দিনের তুলনায় সবেথেকে বেশি কালেকশন করেছে এই ছবি। দ্বিতীয় উইকেন্ডে বাহুবলি ২-এর মতো ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি। আশা করা হচ্ছে দশম দিনে ২৮ থেকে ৩০ কোটির ব্যবসা করতে পারে এই ছবি। মুক্তির পর দ্বিতীয় শুক্রবারে ১৯.১৫ কোটির কালেকশন, শনিবারে ২৪.৮০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত ১৪১.২৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
BoxOfficeIndia.com-এর রিপোর্ট অনুযায়ী, ‘ছবিটি মোটামুটি বাহুবলী-দ্য কনক্লুশন-এর দ্বিতীয় উইকএন্ড কালেকশনের সমতুল্য।’ ‘বাহুবলী ২’ নবম দিনে ২৬.০৫ কোটির কালেকশন করেছে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ গত সপ্তাহে প্রতিদিন তার সর্বোচ্চ এক-দিনের রেকর্ড ভেঙেছে। এমনকি অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ মুক্তির পরও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এক বক্স অফিসের দৌড় বিন্দুমাত্র কমেনি।
উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজনায় তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক আগ্নিহোত্রী।
ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি।
For all the latest entertainment News Click Here