১৫০টি বিয়ের সম্বন্ধে ‘না’,কেন দাদার সামনে গার্লফ্রেন্ডকে হাজির করতে ব্যর্থ মিকা?
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকা থেকে এখনও নাম কাটা যায়নি বছর ৪৫-এর মিকা সিং-এর। তবে এবার বিয়ের লাড্ডুর স্বাদ নিতে চলেছেন ‘সাওয়ান মে লাগ গায়ি আগ’ খ্যাত এই গায়ক। তাও আবার জাতীয় টেলিভিশনে! হ্যাঁ, নিজের জীবনসঙ্গীর খোঁজে এবার ‘স্বয়ম্বর- মিকা দি ভোটি’ নিয়ে হাজির এই পঞ্জাবি গায়ক। শীঘ্রই স্টার ভারতে শুরু হবে এই শো-এর সম্প্রচার।
এর মাঝেই মিকা ফাঁস করলেন গত ২০ বছরে প্রায় দেড়শো বিয়ের সম্বন্ধ বাতিল করেছেন তিনি। তবে নিজের কোনও প্রেমিকার সঙ্গে পরিবারের দেখা করানোর সাহস করে উঠতে পারেননি। চলতি মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ‘স্বয়ম্বর’-এর ঘোষণা সেরেছিলেন মিকা। তিনি আরও জানান, আগামী ৮ই মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন পাত্রীরা। সেইসব আবেদনের মধ্য থেকেই নিজের সম্ভাব্য জীবনসঙ্গীর খোঁজ চালাবেন মিকা সিং।
মিকার কথায়, এইরকম একটা স্বয়ম্বর যে কোনও মানুষের স্বপ্ন। আমার মনে হয় আমি ভাগ্যবান। এর আগে আমার বিয়ের জন্য অনেক প্রস্তাব এসেছে। কিন্তু আমি তৈরি ছিলাম না। আমার মনে হয় ১০০-১৫০টা সম্বন্ধকে আমি না বলেছি গত ২০ বছরে। কারণ আমির ফোকাস ছিল কাজের উপর। লোকজন মনে করে আমি পার্টি করতে ভালোবাসি, মেয়েদের সঙ্গে সময় কাটাই সেইজন্য বিয়ে করছি না, কিন্তু সেটা মোটেই বিয়ে না করবার কারণ নয়’।
মিকা আরও যোগ করেন, ‘দালের (মেহেন্দি) পাজি-র সামনে আমার কোনও গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার সাহস পর্যন্ত হয়নি আমার। আমাদের মধ্যে এই সিস্টেম নেই। আমরা বড়দের সম্মান করি। আমার কাছে যখন স্বয়ম্বরের অফার এল, দালের পাজি বলল- করে ফেল, দেখ হয়ত কাউকে খুঁজে পাবি। আমাদের কথা তো এমনিতে শুনলি না’।
এর আগে টেলিভিশনের পর্দায় ‘স্বয়ম্বর’ আয়োজন হয়েছে রাখি সাওয়ান্ত, রাহুল মহাজনের। ডিম্পি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাহুলের সেই বিয়ে টেকেনি, অন্যদিকে রাখি তো সেই পাত্রকে বিয়েই করেননি! অভিনেত্রী রতন রাজপুতও স্বয়ম্বরের মাধ্যমে অভিনব শর্মাকে নিজের হবু বর হিসাবে বেছে নিয়েছিলেন, কিন্তু তাঁদের এনগেজমেন্টও বছর খানেকের মধ্যেই ভেঙে যায়।
For all the latest entertainment News Click Here