১৪ বছর পর ফাইনালে RR, বাটলার-সঞ্জুদের গলায় ওয়ার্নের কথা
১৪ বছর পর আইপিএলের ফাইনালে উঠল রাজস্থান রয়্যালস। আর ফাইনালে উঠেই শেন ওয়ার্নকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন জোস বাটলার ও সঞ্জু স্যামসন। শুক্রবার রাতে ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ফ্যাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এই চমকপ্রদ জয়ের পর ১৪ বছর পর আইপিএল-এর ফাইনালে প্রবেশ করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম মরশুমে শেন ওয়ার্নের নেতৃত্বে দল প্রথমবার আইপিএল-এর ফাইনালে উঠেছিল এবং শিরোপা জিতেছিল। রাজস্থানের দুর্দান্ত জয়ের পর সেঞ্চুরিয়ান জোস বাটলার এবং অধিনায়ক সঞ্জু স্যামসন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। উভয় খেলোয়াড়ই ম্যাচের পরে শেন ওয়ার্নের প্রসঙ্গ তুলে আনেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জোস বাটলার। ম্যাচের পরে তিনি বলেন, ‘রাজস্থান রয়্যালসের জন্য শেন ওয়ার্ন একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। প্রথম মরশুমে দলের সাফল্যের জন্য তার ভূমিকা অতন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা তাকে স্মরণ করব। তবে আমরা জানি তিনি আজকে আমাদের খুবই গর্বের সঙ্গে দেখছেন।’ সঞ্জু স্যামসন, ২০০৮ সালের আইপিএল ফাইনালের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমি খুব ছোট ছিলাম এবং এটি আইপিএলের প্রথম সিজন ছিল। আমার মনে আছে আমি কেরালার কোথাও একটি অনূর্ধ্ব-১৬ ম্যাচ খেলছিলাম। সেখানে আমি বন্ধুদের সঙ্গে ম্যাচটি দেখেছিলাম, আমার মনে আছে। সেই শেষ রানটি সোহেল তানভীরের সঙ্গে শেন ওয়ার্নের সঙ্গে নিয়েছিলেন। এটি একটি খুব স্মরণীয় মুহূর্ত ছিল।’
ম্যাচের কথা বলতে গেলে, পতিদারের হাফ সেঞ্চুরির ভিত্তিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট উইকেটে ১৫৭ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে রাজস্থান। ১১ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে এই স্কোর অর্জন করে নেয় সঞ্জু স্যামসনরা। রাজস্থানের হয়ে জোস বাটলার ৬০ বলে ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। রাজস্থান রয়্যালস এখন ২৯ মে শিরোপার জন্য হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানসের মুখোমুখি হয়ে লড়াইয়ে নামবে।
For all the latest Sports News Click Here