১৪ বছর পর ঋতুপর্ণার হাত ধরে ফের বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ছবির হাত ধরে ফের বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর। ছবির পরিচালক সুমন ঘোষ, ছবির নাম ‘পুরাতন’। এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। ছবিতে থাকছেন অভিনেতা অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ১ সেপ্টেম্বর, শুক্রবারই এই ছবির কথা ঘোষণা করা হয়।
‘পুরাতন’ ছবির চিত্রনাট্যে ফিরবে একটি আবেগঘন মা ও মেয়ের গল্প। যেখানে মিসেস সেনের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর, তাঁর মেয়ের চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুরের জামাই-এর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এই ছবি প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলা ছবির প্রস্তাব যখনই আসে ভালো লাগে। ১৪ বছর পর বাংলা ছবি করছি ঋতুর হাত ধরে। এই ছবির গল্প আমায় নাড়িয়ে দেয়। সুমন যখন আমায় চিত্রনাট্য শোনান, সেটা শোনার পরই আমার মনে হয়েছিল এই ছবিটা আমার করা উচিত।’
আরও পড়ুন- রেকর্ড হয়ে যাওয়ার পরও শাহরুখের ছবি থেকে আমার গান সরিয়ে দেওয়া হয়: কৈলাশ খের
আরও পড়ুন-পুরনো বাড়িতে চাপা কষ্ট, আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা কিছু মানুষের গল্প বলবে ‘পালান’
জানা যাচ্ছে, ‘পুরাতন’ ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। জানা যাচ্ছে, চলতি বছরের (২০২৩) ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনেই শুরু হবে এই ছবির শ্যুটিং। যেকারণে কলকাতা আসবেন শর্মিলা। কলকাতা ছাড়াও আরও বেশকিছু জায়গায় এই ছবির শ্যুট হবে। ছবির প্রযোজনা করছে ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’।
প্রসঙ্গত, এর আগের শর্মিলা ঠাকুরকে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’ ছবিতে দেখা গিয়ছিল, সেটা ছিল ২০০৯ সাল। সম্প্রতি ‘গুলমোহর’-এর হাত ধরে OTT ডেবিউ করেছেন শর্মিলা। প্রসঙ্গত, গত জুন মাসে ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন শর্মিলা। এদিকে ‘পুরাতন’ ছবির পরিচালক সুমন ঘোষ অবশ্য এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ ছবির শ্যুটিং করছেন।
For all the latest entertainment News Click Here