১৪ বছরে পড়ল সামাইরা, জন্মদিনে মেয়েকে কী বার্তা দিলেন দিয়া
১৪ বছরে পড়ল সামাইরা রেখী। জন্মদিনের সকালে মেয়েকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী দিয়া মির্জা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সামাইরাকে ‘জান’ উল্লেখ করে দিয়া লেখেন, ‘তোমার নিরাপদ স্থান আমাদের বাহুতেই’। প্রসঙ্গত, সামাইরা দিয়ার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী সুনয়নার মেয়ে। স্বামী বৈভব রেখী সুনয়নার সঙ্গে বিচ্ছেদের পর দিয়ার সঙ্গে নতুন গাঁটছড়া বাঁধেন ২০২১ সালে। এর কয়েক মাসের মধ্যে দিয়ার একটি পুত্রসন্তানও হয়। তবে নতুন বিয়ের জন্য মেয়ের সঙ্গে সম্পর্কে ভাঁটা আসেনি। বরং দিয়া মির্জার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক বৈভবের আগের পক্ষের মেয়ে সামাইরার।
আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে নওয়াজ ও আলিয়াকে ‘পরামর্শ’ বম্বে হাইকোর্টের, কী বলল ডিভিশন বেঞ্চ
আরও পড়ুন: সাংবাদিককে হেনস্থা, সলমন খানের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ, কী রায় বম্বে হাইকোর্টের
এই দিন ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, দিয়ার কোলে সামাইরা শুয়ে আছে। ছবিতে দুজনেই একটি জিপের ভিতর বসে ছিল। বনের মধ্যে জিপে করে ঘুরতে ঘুরতেই এই ছবিটি তোলা হয়। ছবিতে দেখা যায়, চোখ বুজে দিয়ার কোলে শুয়ে আছে সামাইরা। বেশ নিশ্চিন্ত ভাবেই কোলে শুয়ে থাকতে দেখা যায় তাকে। এই অবস্থায় দিয়ার একটি হাত ছিল সামাইরার মাথায়। দিয়াকে এই দিন অলিভ গ্ৰিন রঙের একটি ড্রেসে দেখা যায়। অন্য দিকে মেয়ে সামাইরার পরনে ছিল একটি বেগুনি রঙের জ্যাকেট।
আরও পড়ুন: প্রভাসের ‘আদিপুরুষ’-এর পোস্টার দেখে কী বলছেন সকলে? কতটা মন ভরালেন ছবির রাম-সীতা
আরও পড়ুন: শাহরুখকে হারিয়ে দিয়েছেন তিনি, খবর শুনে ফারজি’র রাশি ভেবেছিলেন, পুরোটাই ধাপ্পা
আর কী লেখেন অভিনেত্রী? ইনস্টাগ্ৰামের এই দিনের পোস্টে দিয়া লেখেন, আমাদের বেবি গার্লের আজ ১৪ বছরে পড়ল। স্যাম (সামাইরাকে ভালোবেসে এই ডাকনামেই ডাকেন দিয়া) , তুমি বোধহয় জানো আমাদের মাঝেই তুমি নিরাপদে আছো। আমরা সবসময় তোমাকে ভালোবাসড। তোমাকে রক্ষা করব। আর শক্ত করে নিজেদের কাছে আঁকড়ে থাকব। একটা ম্যাজিকাল দিন কাটুক আজ। আগামী বছরটিও সুন্দর হয়ে উঠুক।’ পোস্টের একেবারে শেষে অভিনেত্রী লেখেন, ‘তোমার হৃদয়কে আমি সবসময় আমার হৃদয়ের মধ্যে রাখি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here