১৪-তেই অভিনয়ে পা, ১৯-এ অন্তঃসত্ত্বা, ৩২ বছর পর বলিউডে ফিরছেন, এক অন্য সোনম…
ইনি সোনম নন কাপুর নন, তবে ইনিও সোনম। নাম সোনম খান। ১৯৮৯-এ মুক্তি পাওয়া ‘ত্রিদেব’ ছবির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন সোনম। ভারতীয় ছবির দর্শক তাঁকে ‘ওয়ে ওয়ে গার্ল’ হিসাবেই চেনেন। ‘বিজয়’ ছবিতে সমুদ্র সৈকতে বিকিনি পরে ঝড় তুলেছিলেন বহু পুরুষ হৃদয়ে। ১৯৯৪ সালে ‘ইনসানিয়ত’ ছবিতে শেষবার দেখা গিয়েছে সোনমকে। তারপর দীর্ঘ বিরতি। ৩২ বছর পর ফের একবার দর্শক দরবারে ফিরতে চলেছেন অভিনেত্রী সোনম খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম খান জানান, OTT-র হাত ধরেই ফের একবার পর্দায় ফিরতে চান তিনি। বর্তমানে সোনমর বয়স ৫০, তবে অভিনেত্রীর কথায়, শেখার কোনও শেষ নেই, তিনি আবারও নতুন করে শুরু করতে চান। জানান, মাঝে তাঁর ওজন ভীষণভাবেই বেড়ে গিয়েছিল, তবে এখন প্রায় ৩০ কিলো ওজন কমিয়ে ফেলেছেন, এখন তাই অনেকটাই আত্মবিশ্বাসী লাগছে বলে জানান অভিনেত্রী।
সোনম খান জানান, জীবন তাঁকে অনেক কিছুই শিখিয়েছে, খারাপ-ভালো সবকিছুর মধ্যেই তিনি কাটিয়েছেন। মাত্র ১৪ বছর বয়সেই অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ১৯৯১ সাল মাত্র ১৭ বছর বয়সে ‘ত্রিদেব’ ছবির প্রযোজক রাজীব রাইকে বিয়ে করে দেশ ছেড়ে ছিলেন তিনি। সোনমের কথায়, ‘১৪ বছর বয়ে কাজ শুরু করি, ১৭ তে বিয়ে, যখন অন্তঃসত্ত্বা হই, তখন বয়স মাত্র ১৯।’
সোনম ও রাজীব রাই-এর ছেলের নাম গৌরব রাই। বিয়ের পর ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে স্বামীর সঙ্গে থেকেছেন, তবে তাঁদের সেই বিয়ে টেকেনি। শেষপর্যন্ত ২০১৯-এ ছেলেকে নিয়ে দেশে ফিরে আসেন সোনম খান।
সোনম খানের কথায়, আমি মনে করি আমাদের দেশে ৫০ বছর বয়সের আশেপাশে মহিলারা তাঁদের পরিচয় হারিয়ে ফেলে। তবে আমি আমার বলিরেখা নিয়ে ভয় পাই না। আগামীকাল যদি আমি আমার চেহারা অনুযায়ী একটি চরিত্র পাই, আমি তাতে খুশিই হব। আর যাঁরা বোটক্স করতে চান তারাও দিব্যি আছেন। এটা আসলে যে যাঁর তাদের পছন্দের উপর নির্ভর করে।
For all the latest entertainment News Click Here