১৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩০ বছরের তারকাকে এমার্জিং এশিয়া কাপ খেলাবে বাংলাদেশ
এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। রীতিমতো চমক রয়েছে সেই স্কোয়াডে। সকলকে অবাক করে একঝাঁক আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাকে ১৫ জনের দলে জায়গা করে দিয়েছেন বাংলাদেশের নির্বাচকরা, যাঁদের মধ্যে রয়েছেন ১৪৯টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা সৌম্য সরকার।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৮ জন ক্রিকেটার রয়েছে বাংলাদেশের স্কোয়াডে। সৌম্য অবশ্য বেশ কিছুদিন ধরেই সিনিয়র দলের বাইরে রয়েছেন। তিনি শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন ২০২২ টি-২০ বিশ্বকাপে।
সইফ হাসানের নেতৃত্বে টুর্নামেন্টে মাঠে নামতে দেখা যাবে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো তারকাকে। জাকির ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে ৩টি টেস্ট ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। মাহমুদুল বাংলাদেশের হয়ে খেলেছেন ৯টি টেস্ট ম্যাচ। মেহেদি হাসান দেশের হয়ে ৩টি ওয়ান ডে ও ৩৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। পারভেজ হোসেন ইমন মাত্র ১টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে।
মৃত্যুঞ্জয় এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে ১টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন। ক্যাপ্টেন সইফ হাসানের আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে ৬টি টেস্ট ও ২টি টি-২০ ম্যাচের।
তবে সৌম্যর এমার্জিং স্কোয়াডে অন্তর্ভুক্তি অবাক করার মতো ঘটনা সন্দেহ নেই। কেননা তিনি এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৬টি টেস্ট, ৬১টি ওয়ান ডে ও ৭২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৮৩১ রান করার পাশাপাশি ৪টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে ১৭৬৮ রান করা ছাড়াও ১১টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২১২ রান ও ১১টি উইকেট রয়েছে সৌম্যর ঝুলিতে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছেন সরকারের।
বাংলাদেশের স্কোয়াড: সইফ হাসান (ক্যাপ্টেন), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, মেহেদি হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, রিপন মণ্ডল, মুসফিক হাসান, আকবর আলি ও মহম্মদ নইম।
For all the latest Sports News Click Here