১,৪২৬ দিন পরে CSK নামলেও পুরো ভর্তি হল না চিপক! তবে ধোনি আসতেই ফেটে পড়ল মাঠ
পাক্কা ১,৪২৬ দিন পর চিপকে খেলতে নামল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ নিয়ে উত্তেজনার অভাব না থাকলেও চিপক স্টেডিয়াম পুরোপুরি ভরল না। বরং মাথাভর্তি কেশের মধ্যে যেখানে চুল পাতলা গিয়েছে, সেখানে যেমন ছোপ-ছোপ দেখা যায়, সেটা সোমবার চিপকের গ্যালারির কয়েকটি জায়গায় ধরা পড়ল। তবে গ্যালারি পুরোপুরি না ভরলেও উন্মাদনায় কোনও খামতি থাকল না। মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকতে তো এতটাই তারস্বরে নিজেদের সমর্থন উজাড় করে দিলেন চেন্নাইয়ের সমর্থকরা যে সেই শব্দটা যেন মেরিনা বিচ থেকেও শোনা যাচ্ছিল।
সোমবার চিপকে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। যে ম্যাচের জন্য উত্তেজনায় ফুটছিল চেন্নাই। মাঠে আসার জন্য বিশেষ ব্যবস্থা করেছিল ‘হলুদ বাহিনী’। তবে যতটা ম্যাচের আগে উত্তেজনা তৈরি হয়েছিল, তাতে চিপকের গ্যালারি ভেঙে পড়বে বলে যে ধারণা তৈরি হয়েছিল, সেটা ততটাও হয়নি। গ্যালারির কয়েকটি অংশে ফাঁকা জায়গা দেখা গিয়েছে। পুরো ফাঁকা না হলেও যেরকম ভাবা হয়েছিল, ঠিক সেরকম হয়নি।
আরও পড়ুন: MS Dhoni in IPL 2023: IPL-র ইতিহাসে নজির গড়লেন ধোনি, প্রথম খেলোয়াড় করলেন এমন কাজ!
তারইমধ্যে সোমবার চেন্নাই সমর্থকদের জয় উপহার দেন ধোনিরা। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২১৭ রান তোলে চেন্নাই। ৩১ বলে ৫৭ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। ২৯ বলে ৪৭ রান করেন ডেভন কনওয়ে। ১৬ বলে ২৭ রান করেন শিবম দুবে। ১৪ বলে ২৭ রান করেন আম্বাতি রায়াডু। ২০ তম ওভারে নেমে তিন বলে ১২ রান করেন ধোনি। প্রথম দুটি ছক্কা মারেন। তৃতীয় বলে আউট হয়ে যান চেন্নাইয়ের অধিনায়ক।
আরও পড়ুন: Biggest Six Of IPL 2023: নেহালের রেকর্ড ভেঙে চলতি আইপিএলের সব থেকে বড় ছক্কা দুবের- ভিডিয়ো
সেই রান তাড়া করতে নেমে দুর্ধর্ষ শুরু করে লখনউ। একটা সময় ৫.২ ওভারে লখনউয়ের স্কোর ছিল বিনা উইকেটে ৭৯ রান। সেখান থেকে খেই হারিয়ে ফেলে লখনউ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২০৫ রানেই আটকে যায় কেএল রাহুলরা। ২২ বলে ৫৩ রান করেন কাইল মায়ার্স। ১৮ বলে ৩২ রান করেন নিকোলাস পুরান। চেন্নাইয়ের হয়ে চার ওভারে ২৫ রানে চার উইকেট নেন মইন আলি। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হলেও আসল কাজটা করেছেন ধোনি। স্পিনারদের ব্যবহার করে ম্যাচটা স্রেফ ঘুরিয়ে দেন চেন্নাইয়ের অধিনায়ক।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here