১৪ই নভেম্বর থেকে রাত ৮টায় আসছে ‘নিম ফুলের মধু’? তাহলে মিঠাই-এর ভবিষ্যত কী?
জি বাংলার পর্দায় হাজির হচ্ছে স্টার জলসা কাঁপানো নায়িকা পল্লবী দে। সঙ্গী ‘যমুনা ঢাকি’র স্বামী রুবেল দাস। ‘নিম ফুলের মধু’র প্রথম প্রোমো দেখবার পর থেকেই চিন্তায় রাতের ঘুম উড়েছে ‘মিঠাই’ ভক্তদের। এই সিরিয়াল এখনই শেষ হচ্ছে না, সেই আপটেড আগেই হিন্দুস্তান টাইমস বাংলার দর্শকদের দিয়েছিলাম আমরা। কিন্তু ‘মিঠাই’ শেষ না হলেও এই ধারাবাহিকের টাইম স্লটের উপর কোপ পড়তে চলেছে বলে খবর! আজ্ঞে হ্যাঁ, টেলিপাড়া সূত্রে খবর আগামী ১৪ই নভেম্বর থেকে জি বাংলার পর্দায় রাত ৮টায় আসছে ‘নিম ফুলের মধু’। অর্থাৎ ‘মিঠাই’-এর জায়গা নেবে নতুন মেগা।
এখন প্রশ্ন হল তাহলে ‘মিঠাই’-এর কী হবে? ২০২১ সালের জানুয়ারি মাসে পথচলা শুরু হয়েছিল এই সিরিয়ালের। এরপর দীর্ঘসময় ধরে বাংলা টেলিভিশনের পর্দায় রাজত্ব করেছে মিঠাই। সবমিলিয়ে ৫৬ বার বেঙ্গল টপার হয়েছে মোদক পরিবার। কিন্তু সময়টা একদম ভালো যাচ্ছে না মিঠাইরানির। কাহিনিতে একের পর এক টুইস্ট আনবার পরেও টিআরপি দিন দিন কমছে। গত সপ্তাহে টিআরপি তালিকায় ৭ নম্বরে ঠাঁই হয়েছে ‘মিঠাই’-এর। তাই কড়া সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটবে চ্যানেল তা একপ্রকার স্পষ্ট।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে ‘পিলু’। আর ‘পিলু’ শেষ হলে ওই স্লটে সরিয়ে দেওয়া হবে ‘মিঠাই’কে। তাই এবার থেকে সন্ধ্যার স্লটে মানে ৬টায় দেখা যাবে ‘মিঠাই’, আর পল্লবী-রুবেলকে দেখা যাবে রাত ৮টার স্লটে। তবে সেখানেও থাকবে কড়া চ্যালেঞ্জ, স্টার জলসাতেও আসছে তিয়াসা-নীল জুটির ‘বাংলা মিডিয়াম’। প্রাইম টাইমেই স্লট পাবে এই মেগাও। তাই টক্কর জমে যাবে।
For all the latest entertainment News Click Here