১৪ই এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে! অতিথি তালিকায় থাকছে রণবীরের প্রাক্তনদের নাম?
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই শুভ কাজটা সেরে ফেলছেন রণবীর-আলিয়া। বলিউডের একটা সূত্র বলছে ১৭ই এপ্রিল রালিয়া সাত পাকে বাঁধা পড়বেন। কেউ কেউ আবার বলছেন ১৪ই এপ্রিল সেই শুভ দিন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই যে বলিউডে বিয়ের সানাই বাজবে তা কার্যত পাকা। জানা গিয়েছে চেম্বরে পৈতৃক ভিটেতেই আলিয়াকে নিজের দুলহানিয়া বানাবেন কাপুর খানদানের এই চিরাগ।
ঋষিপুত্রের বিয়ের অনুষ্ঠানে কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত। জানা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতাররা।
জানা গিয়েছে অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রারাও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। রণবীরের তুতো বোন করিনা, করিশ্মা, জামাইবাবু সইফ আলি খানও হাজির থাকবেন বিয়ের অনুষ্ঠানে। কাপুর ও ভাট পরিবারের সব তারকাই হাজির থাকবেন নবদম্পতিকে আর্শীবাদ দিতে।
বিয়ের পর্ব মেটবার ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করবেন ‘রালিয়া’ জুটি। সেই রিসেপশনের আমন্ত্রণ পৌঁছেছে রণবীরের প্রাক্তন দীপিকা পাড়ুকোন ও তাঁর স্বামী রণবীর সিং-এর কাছে। তবে রণবীরের অপর এক্স ক্যাটরিনাকে বিয়ের অনুষ্ঠানে ডাকবেন না রণবীর, এমনটাই শোনা যাচ্ছে। যদিও আলিয়ার সঙ্গে একটা সময় দারুণ বন্ডিং ছিল ক্যাটের। এছাড়াও আদিত্য চোপড়া, আদিত্য রায় কাপুর, শাহরুখ খান, করণ জোহর-সহ একঝাঁক বি-টাউন সেলেব অংশ হবেন রণবীর-আলিয়ার বিয়ের রিসেপশনের।
একাধিক মিডিয়া সূত্রে দাবি করা হয়েছে আলিয়ার দাদু খুবই অসুস্থ। সোনি রাজদানের বাবার শেষ ইচ্ছা নাতনি আলিয়ার বিয়ে দেখবার। দাদুর ইচ্ছেপূরণের জন্যই নাকি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলছেন রণবীর-আলিয়া।
For all the latest entertainment News Click Here