১৩১ বলে ২১০ রান – রোহিতের রেকর্ড ভাঙলেন ইশান, স্পর্শ করলেন মহিলা খেলোয়াড়ের নজির
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতেই নজির গড়লেন ইশান কিশান। পুরুষদের একদিনের ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম যে শতরান করলেন, সেটাই দ্বিশতরান হল। সেইসঙ্গে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে দ্বিশতরানেরও নজির গড়েন।
শনিবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাত্র ১৩১ বলে ২১০ রান করেন ইশান কিষান। ২৪ টি চার এবং ১০ টি ছক্কায় বিধ্বংসী ইনিংস সাজানো ছিল। চট্টগ্রামে তাণ্ডব চালানোর পর শেষপর্যন্ত যখন তিনি আউট হন, তখনও ভারতের ইনিংসের ৮৫ টি বল বাকি ছিল। অর্থাৎ ক্রিজে টিকে থাকলে রোহিত শর্মার ২৬৪ রানের রেকর্ডও সম্ভবত ভেঙে ফেলতেন।
আরও পড়ুন: IND vs BAN: দ্রুততম ডাবল সেঞ্চুরি ইশানের, দেখে নিন ODI ক্রিকেটে আর কারা ২০০ রান করেছেন
রোহিতের সেই নজির ভাঙতে না পারলেও দুর্দান্ত দ্বিশতরানের সৌজন্যে একাধিক রেকর্ড গড়েন ইশান। ছাপিয়ে গিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ককে (আজ অবশ্য চোটের জন্য খেলছেন না)। পুরুষদের একদিনের ক্রিকেটে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে দ্বিশতরান করেন। মাত্র ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরান করেন। এতদিন সেই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। যিনি ২৬ বছর ১৮৬ দিনে দ্বিশতরান হাঁকিয়েছিলেন।
Ishan breaking records IND vs BAN: ১,০৫৬ দিন পর ODI-তে শতরান ভারতীয় ওপেনারের! সৌরভের ২৩ বছরের রেকর্ডও ভাঙলেন ইশান
শুধু তাই নয়, পুরুষদের প্রথম খেলোয়াড় হয়েছেন ইশান, যিনি একদিনের ক্রিকেটের প্রথম যে শতরান করলেন (আন্তর্জাতিক ক্রিকেটে ইশানের প্রথম শতরানও বটে), সেটা দ্বিশতরানে পরিণত করেছেন। ইশানের আগে মহিলাদের ক্রিকেটে সেই নজির আছে নিউজিল্যান্ডের তারকা অ্যামেলিয়া কেরের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ২৩২ রান করেছিলেন কিউয়ি তারকা।
For all the latest Sports News Click Here