১,৩০০ কোটি টাকায় মায়ামির সঙ্গে চুক্তি হতে পারে মেসির, রয়েছে আরও শর্ত- রিপোর্ট
বর্সা ছেড়েছেন অনেক আগেই। সদ্য শেষ হওয়া মরশুমে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এবার তাঁর গন্তব্য মিয়ামি। তা বোঝা গিয়েছে আগেই। তবে এবার মেসির চুক্তির অঙ্ক নিয়ে জল ঘোলা হতে শুরু করেছে। শোনা যাচ্ছে মেসি এবং মিয়ামি দল নিজেদের দরকষাকষির একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময় ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। বিশ্বের সেরা ফুটবলারকে মেজর লিগ সকারে খেলাতে বদ্ধপরিকর এই দলের কর্তারাও।
মেসির সঙ্গে প্রস্তাবিত এই চুক্তিতে বেতন ছাড়াও অন্য উপহার রয়েছে তাঁর জন্য। মেসি তাঁর বেতনের সঙ্গে পাবেন সই করার জন্য অতিরিক্ত টাকা ও ক্লাবের ইকুইটি। প্রাথমিকভাবে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বকাপজয়ী এই তারকার সঙ্গে চুক্তি করতে চলেছে আমেরিকার এই দল। তবে প্রয়োজন পড়লে ২০২৬ পর্যন্ত তা হতে পারে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমএলএস অংশীদার যেমন অ্যাডিডাস, অ্যাপেল এবং ফ্যানাটিকসের সঙ্গে রাজস্ব ভাগাভাগি বিষয়ে চুক্তিতে কিছু রাখা হচ্ছে না।
উল্লেখ্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে মেসির আগে থেকেই আজীবন চুক্তি রয়েছে বলে দাবি করা হয়েছে ফোর্বস রিপোর্টে। ২০০৭ সালে ডেভিড বেকহ্যাম যখন এই লিগে যোগ দেন সেই সময় এমএলএস দল কেনার সুযোগ পেয়েছিলেন। তবে এলএম ১০-র কাছে এই রকম কোনও সুযোগ থাকবে না বলেই জানা যাচ্ছে।
এই শনিবার লিওনেল মেসি ৩৬ বছর বয়সে পা দিতে চলেছেন। ফুটবল বিশ্বের প্রায় সব ট্রফি তাঁর পকেটে রয়েছে। গত বছর কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্তিনার জেতার পিছনে অন্যতম ভূমিকা পালন করেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপও তুলতে পেরেছেন সর্বকালীন সেরা এই ফুটবলার। প্যারিসের ফুটবল দল পিএসজির সঙ্গে তাঁর চুক্তি এই মাসের শেষেই শেষ হয়ে যাবে। ফলে তিনি একজন ফ্রী ফুটবলার হিসাবেই মায়ামিতে যোগ দেবেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, আরবের ক্লাব আল হিলাল তাকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার রেকর্ড অর্থে কিনতে চায়। কিন্তু মেসি মিয়ামিতে যাওয়া স্থির করেন। ৭ জুন নিজের মুখে একথা তিনি জানান যে, আন্তর্জাতিক ফুটবলের ভিন্ন দলের অফার থেকে তিনি মিয়ামিকে বেছে নিয়েছেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে। চুক্তি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আশা করা হচ্ছে যে ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে হোম লিগ কাপ ম্যাচে এমএক্স দল ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে চলেছে লিওনেল মেসির।
For all the latest Sports News Click Here