১৩টা ছক্কা, ১০টা চার! ১১৮ রান নিলেন বাউন্ডারি মেরেই! দেখুন পুরানের ছয়ের ভিডিয়ো
MLC 2023 Final: MI নিউ ইয়র্ক দলের অধিনায়ক নিকোলাস পুরান মেজর লিগ ক্রিকেট ২০২৩-এর ফাইনালে সিয়াটল অর্কাস বোলারদের ধ্বংস করে দিয়েছিলেন। নিজের ইনিংসের দ্বিতীয় বল থেকেই ছক্কা মারতে শুরু করেন তিনি। যা চলতে থাকে ইনিংসের শেষ পর্যন্ত। তিনি ছক্কা মেরে ফাইনাল ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিলেন। দল প্রাথমিক পর্যায়ে সমস্যায় পড়লেও সেখান থেকে একার কাঁধেই দলকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান।
বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান মাত্র চল্লিশ বলে ৬টি চার ও ১০টি ছক্কার সাহায্যে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি নিকোলাস পুরানের দ্বিতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি সেঞ্চুরি করেননি। কারণ তিনি মিডল অর্ডারে ব্যাট করতে নামেন। মিডল অর্ডারে ব্য়াট করতে নেমে তিনি খুব একটা বেশি বল খেলতে পান না। একইসঙ্গে এই টুর্নামেন্টে এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি করেছিলেন এনরিখ ক্লাসেন। এদিন নিকোলাস পুরান ৫৫ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন। যার মধ্যে তিনি মেরেছিলেন ১০টা চার ও ১৩ টা ছক্কা। ১৩৭ রানের মধ্যে তিনি ১১৮ রান বাউন্ডারি মেরেই নিয়েছিলেন। বর্তমানে নিকোলাস পুরানের সেই ছক্কা মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক নিকোলাস পুরানের ছয় মারার সেই ভিডিয়ো-
এমআই নিউইয়র্ককে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণের বিজয়ী হতে হলে ২০ ওভারে ১৮৪ রান করতে হত। এই লক্ষ্য অর্জনে দল যখন মাঠে নামল তখন প্রথম ওভারেই বিপত্তি আসে। তবে এর পর MI নিউ ইয়র্ক দলের অধিনায়ক নিকোলাস পুরান ক্রিজে এসে নিজের ইনিংসের দ্বিতীয় বল থেকেই বোলারদের আক্রমণ করতে শুরু করেন। এরপরে পুরাণকে খুব বেশি সমর্থন করতে পারেননি জাহাঙ্গীর। তবে ডেওয়াল্ড ব্রেভিস তাঁকে কিছুটা সমর্থন করেছিলেন। এই ম্যাচে এমআই নিউইয়র্ক দলের অধিনায়ক নিকোলাস পুরান টসে জিতে বোলিং বেছে নেন। এমন পরিস্থিতিতে প্রথম ইনিংসে ভালো স্কোর গড়েছিল সিয়াটল অর্কাস। দলটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৩ রান তুলেছিল। যার মধ্যে কুইন্টন ডি’ককের ৫২ বলে ৯টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৮৭ রানের ইনিংস খেলে ছিলেন। তবে বাকি ব্যাটসম্যানরা তেমন অবদান রাখতে পারেননি। এদিকে নিকোলাস পুরানর ব্যাটিং ঝড়ের জন্য সিয়াটল অর্কাসের ইনিংস কারোর চোখে পড়েনি।
For all the latest Sports News Click Here