১২ সেকেন্ডের হাঁটাতেই বাজিমাত! ‘স্যাম বাহাদুর’-এর টিজার সামনে এল, কবে ছবি মুক্তি
বুধবার কলকাতায় ‘স্য়াম বাহাদুর’-এর শ্যুটিং শেডিউল শেষ করেছেন ভিকি কৌশল। এবার ছবি নিয়ে বড়সড় আপটেড দিলেন অভিনেতা। বৃহস্পতিবার সামনে এল ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র বায়োপিকের প্রথম ঝলক। খাঁকি উর্দিতে স্য়াম মানেকশ-কে তাঁর সহকর্মীরদের মাঝ বরাবার হেঁটে যেতে দেখা গেল ওই টিজারে।
এই ভিডিয়ো টিজারে ভিকির মুখ দেখা যায়নি এক মুহূর্তের জন্যও। তবে তাঁর হাঁটা দেখেই মুগ্ধ অনুরাগীরা। এই টিজার সামনে এল বিশেষ দিনে। কারণ ঠিক এক বছর পর, অর্থাৎ আগামী বছর ১লা ডিসেম্বর মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’। এদিন এই সুখবরও সামনে আনলেন ভিকি।
রাজি, উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইকের পর ফের একবার খাকি উর্দিতে দেখা যাবে ভিকি কৌশলকে। পরিচালনায় মেঘনা গুলজার। এই ছবিতে ভিকির পাশাপাশি দেখা মিলবে আমিরের দুই দঙ্গল কন্যা, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রার। মানেকশ’র স্ত্রী সিললুর চরিত্রে থাকছেন সানিয়া, অন্যদিকে ফাতিমাকে দেখা যাবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়।
কলকাতায় ব্যারাকপুর সেনা ছাউনি, ফোর্ট উইলিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে গত কয়েরদিন ধরে এই ছবির শ্যুটিং সেরেছেন ভিকি কৌশল। ব্যারাকপুর আর্মি বেস ক্যাম্প বাংলোয় ‘শ্যাম বাহাদুর’ ছবির সেট তৈরি করা হয়েছিল। কলকাতা শেডিউল শেষ করে উটিতে ছবির শ্যুটিং করবে টিম।
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন মানেকশ। তাঁর নেতৃত্বেই একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছিল ভারত, তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সহকর্মীদের কাছে স্য়াম মানেকশ পরিচিত ছিলেন স্যাম বাহাদুর নামে। ২০১৯ সালে এই বায়োপিকের ঘোষণা সেরেছিলেন মেঘনা গুলজার। করোনা কাঁটায় ছবির প্রোডাকশনের কাজ বেশ কিছুদিন পিছিয়ে যায়। আরএসভিপি ফিল্মেসের ব্যানারে রনি স্ক্রুওয়ালা এই ইতিহাস নির্ভর ছবি প্রযোজনা করছেন। মানেকশ-র লুকে আগেই চমকে গিয়েছেন ভিকি, এবার দেখার আগামী বছর বড় পর্দায় কী ম্যাজিক দেখান ক্যাটরিনার বেটার হাফ।
For all the latest entertainment News Click Here