১২০ কোটির সম্পত্তি কার নামে লিখে গিয়েছেন ওয়ার্ন? প্রকাশ্যে এল সেই তথ্য
গত বছর ৪ মার্চে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ভারতীয় মুদ্রায় তাঁর ১২০ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যান নিজের সন্তান ও আত্মীয়দের জন্য। তাঁর সম্পত্তির ৩১ শতাংশ রেখে গিয়েছেন সন্তানদের জন্য। ওয়ার্নের ভাই জেসন প্রাক্তন ক্রিকেটারের রেখে যাওয়া সম্পত্তির দুই শতাংশ পাবেন। তাঁর ভাগ্নি এবং ভাগ্নে টাইলা এবং সেবাস্তিয়ান প্রত্যেকে আড়াই শতাংশ করে পাবেন।
শেন তাঁর শেষ ইচ্ছায় প্রকাশ করে গিয়েছেন, তাঁর ৩ কোটি টাকার বেশি মূল্যের গাড়ির সংগ্রহ যেন তাঁর ছেলে জ্যাকসন নেয়। শেন ওয়ার্ন তাঁর সব সম্পত্তি ৩ সন্তান ও আত্মীয়দের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাঁর প্রাক্তন দুই স্ত্রীকে কিছুই দিয়ে যাননি তিনি। তারঁ প্রাক্তন দুই স্ত্রী হলেন সিমোন ক্যালাহান ও লিজ হার্লি।
ওয়ার্নার পোর্টসিতে ৬.৫ মিলিয়ন ডলারের একটি বাড়ির মালিক। তার কাছে আরও ২ মিলিয়ন ডলার মূল্যের ব্যক্তিগত জিনিসপত্র ছিল, যার মধ্যে একটি অভিনব জেট স্কি অন্যতম। এই তারকা ক্রিকেটারের অস্ট্রেলিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ মিলিয়ন এবং একটি পৃথক অ্যাকাউন্টে আরও ৫ লক্ষ মার্কিন ডলার রয়েছে। তাঁর কাছে ৩ মিলিয়ন ডলার মূল্যের শেয়ারও ছিল। মনে করা হচ্ছে, এই সপ্তাহে তার উইল অনুযায়ী সব সম্পত্তির অধিকার তার সন্তান ও আত্মীয়রা নিতে পারবেন।
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত হন ক্রিকেট কিংবদন্তি। তাঁর মৃত্যুর খবরে ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যায়। ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট এবং ১৯৪ ওয়ান ডেতে প্রতিনিধিত্ব করেছেন। দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭০৮ এবং ২৯৩ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে।
ওয়ার্নের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০ হাজার জনেরও বেশি ভক্ত অংশ নেয়। তবে তাঁর অচমকা চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেনি।
For all the latest Sports News Click Here