১১ বছর ধরে গোপনে প্রেম, অবশেষে প্রেগন্যান্ট সৎ বোনকে বিয়ে MotoGP রেসারের
সৎ বোনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ১১ বছর ধরে তিনি লুকিয়ে রেখেছিলেন। অবশেষে পরিণতি পেল সৎ ভাই এবং সৎ বোনের সম্পর্ক। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। তারকা মোটোজিপি রেসার মিগুয়েল অলিভিয়েরা বিয়ে করলেন তাঁর সৎ বোন আন্দ্রেয়া পিমেন্টাকে। শুধু তাই নয়, আন্দ্রেয়া সন্তান সম্ভবা।
অলিভিয়েরা জানিয়েছিলেন, তিনি তাঁর বাবা দ্বিতীয় স্ত্রী-র মেয়েকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। এবং দু’জনের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তবে ১১ বছর ধরে গোপনে প্রেম পর্ব চালিয়ে গিয়েছেন তাঁরা। কেউ কিছুই জানতে পারেননি। এক পর্তুগীজ টিভি-তে একটা সাক্ষাৎকার দেওয়ার সময়ে প্রথম তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অলিভিয়েরা। গত বছর তারা বাগদান পর্বও সেরে ফেলেছিলেন। কিন্তু আলিভিয়েরার মোটোজিপি-র কাছে প্রতিশ্রুতি থাকার কারণে বিয়েটা করতে পারেননি তখন। এই বছর জুলাইয়ের শেষে তাঁরা বিয়ে করেন।
গত সপ্তাহে নবদম্পতি ঘোষণা করেছেন, আন্দ্রেয়া সন্তান সম্ভবা। একটি আল্ট্রা-সাউন্ড রিপোর্টের ছবির সঙ্গে বেবি বাম্পের ছবিও শেয়ার করেছেন নবদম্পতি।
স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় অলিভিয়েরা উচ্ছ্বসিত। বলেছেন, ‘আমরা দু’জনেই খুব খুশি। আমাদের জীবনে নতুন সদস্যের আগমনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
সমাজের রোষানল, বিতর্ক, কোনও কিছু তোয়াক্কা না করে নিজেদের ভালবাসাকে, তাঁদের সম্পর্ককে পরিণতি দিয়েছেন এই প্রেমিক-প্রেমিকা যুগল। বরং তাঁদের ভালবাসার গল্প নিয়েই চলছে এখন জোর চর্চা।
For all the latest Sports News Click Here