১১ বছর আগে করা নিজেদের রেকর্ড ভেঙে দিল CSK! DC-র বিরুদ্ধে করল সর্বাধিক IPL স্কোর
দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে আইপিএল-এর ইতিহাসে নিজেদের করা রেকর্ডই ভেঙে দিল ধোনির চেন্নাই সুপার কিংস। এই রেকর্ড ভাঙতে প্রায় ১১ বছর সময় লেগেছে ধোনির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১২ সালে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে সর্বাধিক পাঁচ উইকেটের বিনিময়ে ২২২ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। তার ঠিক ১১ বছর পরে অর্থাৎ ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল ২০২৩) দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে কোনও দল হিসাবে সর্বাধিক রান তুলল ধোনির ছেলেরা। এই ম্যাচে মাত্র এক রান বেশ করার জন্য এই রেকর্ড গড়তে পেরেছে চেন্নাই।
আরও পড়ুন… ভিডিয়ো: আরাম সে, আরাম সে- ধোনির সামনে কেন বললেন ড্যানি মরিসন
যদি আমরা এই রেকর্ডের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাব, দিল্লিক ক্যাপিটলসের বিরুদ্ধে সর্বাধিক রান করা দল গুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা ২০১০ সালে দিল্লির বিরুদ্ধে সাত উইকেটের বিনিময়ে ২১৮ রান তুলে ছিল। তালিকার চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা ২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ২১৯/২ রান তুলে ছিল।
আরও পড়ুন… অর্থ সঙ্কটে ভুগছে পাকিস্তানের হকি দল, ১২ মাস ধরে বেতন না পেয়ে পদত্যাগ করলেন টিমের কোচ
এই তালিকার তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা ২০২২ সালে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে দুই উইকেটের বিনিময়ে ২২২ রান তুলেছিল। তালিকার দ্বিতীয় নম্বরে ছিল চেন্নাই সুপার কিংস। তারা ২০১২ সালে দিল্লির বিরুদ্ধে তুলে ছিল ২২২/৫ রান। আর ২০২৩ সালের ২০ মে অর্থাৎ শনিবার IPL 2023- এর ৬৭তম ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে করল ২২৩/৩ রান।
আরও পড়ুন… ডাকসাইটে বিশ্বকাপজয়ী ব্যাটার, কিন্তু আইপিএলের ইতিহাসে লজ্জার নজির গড়লেন বাটলার
দেখে নিন দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে করা কোনও দলের সর্বাধিক রান-
২২৩/৩ রান চেন্নাই সুপার কিংস (আজ)
২২২/৫ রান চেন্নাই সুপার কিংস (২০১২)
২২২/২ রান রাজস্থান রয়্যালস (২০২২)
২১৯/২ রান সানরাইজার্স হায়দরাবাদ (২০২০)
২১৮/৭ রান মুম্বই ইন্ডিয়ান্স (২০১০)
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এদিনের ম্যাচের কথা বললে এটি লক্ষণীয় যে এটিই আইপিএল ২০২৩-এ ধোনির দলের শেষ লিগ ম্যাচ। এখানে জিতলে তারা সরাসরি প্লে অফে উঠে যাবে। তা না হলে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে ৪ বারের চ্যাম্পিয়নকে। শনিবার IPL 2023-এর প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হবে। চেন্নাই দল এই ম্যাচে জিততে চায় এবং প্লে অফে উঠতে চায়। একই সময়ে, দিল্লি দল প্লে অফের রেস থেকে ছিটকে গিয়েছে এবং চেন্নাইয়ের খেলা নষ্ট করার চেষ্টা করবে। নিজেদের শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়েছে এই দল। এই ম্যাচে সতর্ক থাকতে হবে চেন্নাইকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস স্কোর বোর্ডে ২২৩ রান তুলেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here