১১ দিনেই AIFF-র ব্যান প্রত্যাহার FIFA-র, অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হবে ভারতেই
শুভব্রত মুখার্জি
ভারতীয় ফুটবলে শেষ কয়েকদিনে যে গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অবশেষে কাটল। ঠিক ১১ দিনের মাথায় স্বস্তির খবর এল ভারতীয় ফুটবলে। শুক্রবার রাতে এআইএফএফকে একটি ইমেল করে ফিফার তরফে জানিয়ে দেওয়া হল, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ইমেলে লেখা হয়েছে, ‘এআইএফএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অফ ফিফা কাউন্সিলে।’
প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের থেকে প্রথমে নিশ্চিত হয় ফিফা। ‘তৃতীয় পক্ষ’ এআইএফএফের কাজে আর হস্তক্ষেপ করবে না – এই নিশ্চয়তা পাওয়ার পরেই ব্যান প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমেলে জানানো হয়েছে, এআইএফএফের উপর নজর রাখবে ফিফা এবং এএফসি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতেও সাহায্য করবে। ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারতের মাটিতে মহিলা অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেল। ফলে আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতেই অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে কোনও বাধা থাকল না।
আরও পড়ুন: Fifa ban on AIFF: তিনি যত নষ্টের গোড়া বলে অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রফুল্ল
কেন এআইএফএফকে ব্যান করেছিল ফিফা?
‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেইসঙ্গে চলতি বছরের অক্টোবর অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও কেড়ে নেওয়া হয়েছিল। তবে এআইএফএফের উপর যে নির্বাসনের খাঁড়া ঝুলছে, তা আগেই স্পষ্ট দিয়েছিল ফিফা।
সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে এআইএফএফ মামলার শুনানি হয়। ২২ অগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে নেয় সুপ্রিম কোর্ট। যা ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য গঠন করা হয়েছিল। সেইসঙ্গে শীর্ষ আদালত আশাপ্রকাশ করেছিল, ‘এআইএফএফের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ফিফা।’
আরও পড়ুন: SC on FIFA Ban: ‘আশা করছি, AIFF-র ব্যান তুলে দেবে FIFA’, প্রশাসক কমিটি ভেঙে দিল সুপ্রিম কোর্ট
রায়ের পরদিনই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানায় এআইএফএফ। তারইমধ্যে নির্বাচনেরও প্রস্তুতি শুরু হয়। এআইএফএফের নির্বাচনের দিন ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা। নির্বাচন হবে ২ সেপ্টেম্বর। ২৭ অগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ অগস্ট। ৩০ অগস্ট এআইএফএফের ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা জানানো হবে। ২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এআইএফএফের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেদিন অথবা পরের দিন ফলাফল প্রকাশ করা হবে।
For all the latest Sports News Click Here