১১৯ কোটির বাড়িতে সারাদিন কী করেন ‘ঘরেলু’ দীপিকা? গোপন কথা ফাঁস করলেন রণবীর সিং
দেখতে দেখতে পাঁচ বছর হতে চলল দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের বিয়ের বয়স। তবে এখনও সেই গদগদ প্রেম কমার নামই নিচ্ছে না। এই যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে বউকে ‘ঘরেলু’ বললেন রণবীর। কথা প্রসঙ্গে জানালেন, বউয়ের এই স্বভাব তাঁর বড্ড ভালো লাগে। যদিও মাঝে মাঝে এই নিয়ে খুব পিছনেও লাগেন। সঙ্গে জানালেন তাঁদের নতুন বাড়িতে কীভাবে সময় কাটান আজকাল একসঙ্গে।
চলতি বছরের শুরুতেই ১১৯ কোটি দিয়ে মুম্বইতে বাড়ি কিনেছেন দীপিকা আর রণবীর। ২০১২ সাল থেকে শুরু হয়েছিল দীপিকা আর রণবীরের প্রেম। এরপর বিয়ে করেন ২০১৮ সালে ইটালির লেক কোমোতে। একসঙ্গে বাজিরাও মস্তানি, ৮৩, পদ্মাবত, রামলীলা-র মতো ছবিতে কাজ করেছেন। সম্প্রতি, প্রকাশ্যে আসা রণবীরের ‘সার্কাস’-এর ট্রেলারেও ঝলক মিলেছে দীপিকার। বরের ছবিতে নেচেছেন সুন্দরী।
রণবীর বললেন, ‘দীপিকা আর আমি আমাদের প্রথম বাড়ি কিনেছি। বিয়ের পর আমি ওর বাড়িতে গিয়েই উঠেছিলাম। আর সেখানেই এই চার বছর ছিলাম। ও খুব ঘরেলু। খুব একটা বাইরে বেরোয় না। আমরা একসঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করি। আমাদের এই বাড়িটা শহর থেকে একটু দূরে, ড্রাইভ করে আসতে হয়। খুব শান্ত। সুন্দর কাটানো যায় সময় একসঙ্গে।’
রণবীর আরও বললেন, ‘বাড়ির প্রতিটা কোণা ও নিজের হাতে সাজিয়ে তুলেছে। যা ও খুব গর্বের সঙ্গে করে। ওর মধ্যেকার এই শিশুসুলভ মনোভাবটা আমার বড্ড ভালো লাগে। আর ওকে আমি উৎসাহ দিয়ে আরও বেশি করে এগুলো করতে। যদিও আমি এটা বলে মস্করা করি যে ছোট মেয়ে নিজের ডলহাউজ সাজাচ্ছে। ও হোমমেকার হতে ভালোবাসে, আর ওর এই স্বভাবটা আমার ভীষণ প্রিয়। আমি যেমন এখন আমার বউয়ের সঙ্গে বেশি করে সময় কাটাতে চাই।’
For all the latest entertainment News Click Here