১০ হাজারি বেয়ারস্টো, ইংল্যান্ড এজবাস্টন টেস্ট জিতলে স্মরণীয় হয়ে থাকবে মাইলস্টোন
মাইলস্টোনে পৌঁছতে দরকার ছিল ১১৭ রান। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রান করে লক্ষ্যের খুব কাছে চলে আসেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসে ১১ রান করলেই মাইলফলক ছুঁয়ে ফেলতেন ব্রিটিশ তারকা। তবে অত কম রানে মন ভরেনি জনির। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন বেয়ারস্টো।
এজবাস্টনে মাঠে নামার আগে ৮৬টি টেস্টে ৫১৯৫ রান সংগ্রহ করেন বেয়ারস্টো। ৮৯টি ওয়ান ডে ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৯৮ রান। ৬৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১১৯০ রান। এবার বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অপরাজিত ৭২ রান করেছেন জনি। সুতরাং, তিন ফর্ম্যাট মিলিয়ে বেয়ারস্টোর আন্তর্জাতিক রান সংখ্যা এই মুহূর্তে ১০০৬১।
আরও পড়ুন:- পন্ত-শ্রেয়সদের আত্মতুষ্টির জন্যই কোণঠাসা ভারত, মাশুল দিতে হতে পারে ম্যাচ হেরে
তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২২টি সেঞ্চুরি করেছেন। ২৩ নম্বর শতরানের দিকে এগিয়ে চলেছেন ক্রমশ। সন্দেহ নেই এজবাস্টন টেস্টে ইংল্যান্ড জিতলে তিনি ম্যান অফ দ্য ম্যাচের সব থেকে বড় দাবিদার হয়ে উঠবেন। সেক্ষেত্রে এমন মাইলস্টোন গড়া ম্যাচ আলাদাভাবে স্মরণীয় করে রাখবেন বেয়ারস্টো।
আরও পড়ুন:- IND vs ENG: ODI-র মতো ফিল্ডিং পজিশন টেস্টে! ‘ব্যাজবল’ নয়, খুচরো রান নিয়ে জয়ের পথে ইংল্যান্ড?
বেয়ারস্টো এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেন তিনি। পরে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬২ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এবার ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে সফল জনি। অর্থাৎ, শেষ ৫টি টেস্ট ইনিংসে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন বেয়ারস্টো।
For all the latest Sports News Click Here