‘১০ লাখও হবে না…!’, অক্ষয় কুমারের সেলফি ‘ফ্লপ’, করণ জোহরকে দুষলেন কঙ্গনা
করণ জোহরের সঙ্গে কাজ করতেই অক্ষয় কুমারের সমালোচনা কঙ্গনা রানাওয়াতের মুখে। শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয় ও অমরান হাসমি অভিনীত সেলফি। যেই সিনেমার সহ-প্রযোজনা করেছেন করণ জোহর। আর পরিচালনায় গুড নিউজ-খ্যাত পরিচালক রাজ মেহতা। ইনস্টাগ্রামে একটি প্রতিবেদন শেয়ার করেছেন তিনি যেখানে অক্ষয়কে তুলনা করা হয়েছে তাঁর সঙ্গে। আর তাতেই করণ-কে নিয়ে ফেল উপহাস তাঁর মুখে।
তাঁর শেষ ছবি ধকড়ের সঙ্গে সেলফির নাম না নিয়ে তুলনা করে কুইন নায়িকা লিখেছেন, ‘করণ জোহরের সিনেমা সেলফি মুক্তির দিনে ১০ লাখও ব্যবসা করতে পারেনি। দেখলাম না কোনও ট্রেড ও মিডিয়া ব্যক্তিত্ব এই নিয়ে কথা বলছে। ওঁকে উপহাস করতে ভুলে গেছে, যেভাবে ওরা আমায় হয়রান করে থাকে।’
পরের স্টোরিতে কঙ্গনা একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে নেন। যেখানে অক্ষয় কুমারকে তাঁর সঙ্গে তুলনা করা হয়েছে একের পর এক ফ্লপ ছবি দেওয়া নিয়ে। সেই সংবাদের ক্যাপশন ছিল, ‘কঙ্গনা রানাওয়াতের পুরুষ সংস্করণ! সেলফি ফ্লপ করা নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া, অক্ষয়ের ৬ নম্বর সিনেমা যা চলল না’। আর এখানে কঙ্গনা লেখেন, ‘আমি সেলফি ফ্লপ হওয়ার খবর খুঁজছিলাম। আর আমাকে নিয়ে খবর পেলাম… এটাও আমার ভুল’। সঙ্গে কতগুলো হাসির ইমোজি। এরপর জুড়ে দেন, ‘ বাহ ভাই করণ জোহর (শুভেচ্ছা)।’
সেলফি হল মালয়ালম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল হিন্দি রিমেক। মূল ছবিতে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডু ছিলেন। তাদের ভূমিকা অক্ষয় কুমার এবং ইমরান হাশমি যথাক্রমে একজন সুপারস্টার এবং একজন পুলিশ হিসাবে এই ছবিতে কাজ করেছেন। আরও রয়েছেন নুসরাত বারুচা ও ডায়ানা পেন্টি। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম, পৃথ্বীরাজ প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মস এবং স্টার স্টুডিও দ্বারা নির্মিত।
বাণিজ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে সেলফি তার উদ্বোধনী দিন অর্থাৎ শুক্রবারে ৪-৫ কোটির মধ্যে সংগ্রহ করবে। যদি তা সত্যি হয়ে যায়, এটি হবে অক্ষয় কুমারের কেরিয়ারের শেষ দশ বছরের সর্বনিম্ন ওপেনিং। ভারত জুড়ে মাত্র ১২০০টি স্ক্রিনে ছবিটি সীমিত আকারে মুক্তি পেয়েছে।
এদিকে, কঙ্গনার শেষ ছবি ধাকড় ছিল ২০২২ সালের সবচেয়ে বড় ফ্লপ। ছবিটি প্রথম দিনে ১ কোটিরও কম আয় করে। এক সপ্তাহ হলে চলেনি ‘অত্যন্ত কম দর্শকের উপস্থিতির’ কারণে। কঙ্গানেক এরপর দেখা যাবে ইমার্জেন্সিতে।
For all the latest entertainment News Click Here