১০% মানিয়ে নেওয়ার চেষ্টা করলে আমরা ৫০% যাই, CSK-র সাফল্যের রেসিপি ব্যাখ্যা ধোনির
শুভব্রত মুখার্জি: প্লে অফে যাওয়া ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। শনিবাসরীয় দুপুরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পায় সিএসকে। এই ম্যাচ জয়ের ফলে সিএসকের পয়েন্ট দাঁড়াল ১৭। ফলে তারা প্লে অফের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলল। বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করার পরে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের ক্রিকেটারদের পাশাপাশি দলের ম্যানেজমেন্টেরও ভূয়সী প্রশংসা করেছেন। ধোনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সাফল্যের আলাদা রেসিপি নেই। তাঁর মতে সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে সেরা জায়গায় পারফর্ম করার সুযোগ দিই আমরা। আর এইভাবেই তাদেরকে গ্রুম করাটাই সাফল্যের চাবিকাঠি বলা যেতে পারে।
ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন, ‘সাফল্যের আলাদা কোনও রেসিপি নেই। আমরা আমাদের ফ্রাঞ্চাইজিতে সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে, সেরা জায়গায় পারফর্ম করার সুযোগ দিই। তাদের দুর্বলতার জায়গাগুলোকে গ্রুম করে। যাতে ওই জায়গায় তারা আরও শক্তিশালী হতে পারে। কাউকে না কাউকে দলের খাতিরে তো তার স্লটটা উৎসর্গ করতেই হয়। আমি এই বিষয়ে ম্যানেজমেন্টকেও ধন্যবাদ দেব। আমরা যে সিদ্ধান্ত নিই না কেন সবসময় আমাদেরকে সমর্থন করা হয়। তবে সবসময়েই একটা ফ্রাঞ্চাইজির ক্রিকেটাররা খুব গুরুত্বপূর্ণ হয়। ক্রিকেটাররা ছাড়া তো আমরা কিছুই করতে পারব না।’
তিনি আরও যোগ করেন ‘ডেথ বোলিংয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাস খুব জরুরি। তুষার (দেশপান্ডে) এই ক্ষেত্রে অনেকটা উন্নতি করেছে। চাপের মধ্যেও তুষার এখন যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে পারে। ওঁর এখন এই আত্মবিশ্বাসটা রয়েছে। সবসময় যখন একই ক্রিকেটারদের খেলানো হয় প্রথম একাদশে তখন বিষয়টা অনেকটাই সহায়তা করে। আমার মতে আমাদের দলের বোলাররাও বাড়তি দায়িত্ব নিয়ে খেলে। ডেথ ওভারে বল করার ক্ষেত্রে পাথিরানা (মাথিশা) খুব স্বাভাবিক একজন বোলার। তবে তুষার এই বিষয়টায় অনেক বেশি উন্নতি করেছে। আমার মতে আমাদেরকে প্রতি ম্যাচ দেখে দেখে ক্রিকেটারদেরকে বাছতে হবে যে এই ম্যাচে আমি ঠিক কোন ক্রিকেটারকে চাই।’
ধোনির মতে, ‘আমি ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে একেবারেই ভাবিত না। নক আউট পর্যায়ে নিজেদের সেরাটা আমরা উজাড় করে দিতে চাই। বাইরে থেকে বসে কোনও বিষয় বিচার করা খুব কঠিন। আমরা পরিবেশ, পরিস্থিতি এবং ক্রিকেটার অনুযায়ী বদল করে করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি কোনও ক্রিকেটার তাঁর ১০ শতাংশ নিয়ে আসে, আমরা তাহলে ৫০ শতাংশ অ্যাডজাস্ট করি। যাতে করে সে দলের সঙ্গে মানিয়ে নিতে পারে।’
For all the latest Sports News Click Here