১০ বছরে হোম টেস্টে সবথেকে কম উইকেট, ব্যর্থ টার্গেট রক্ষায়- ইন্দোরে লজ্জা ভারতের
ঘরের মাঠে হারের জ্বালার মধ্যেই লজ্জার মুখে পড়তে হত ভারতকে। ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ উইকেট নেওয়ার ফলে ২০১৩ সাল থেকে ঘরের মাঠে কোনও টেস্টে সর্বনিম্ন উইকেট নিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ১০ বছরে প্রথমবার ঘরের মাঠে ভারত কোনও টেস্টে রানের পুঁজি রক্ষা করতে ব্যর্থ হল।
বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল-আউট হয়ে যায় ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৬৩ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অর্থাৎ ইন্দোরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েছে ভারত। তারপর দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানের বেশি তুলতে পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সামনে ৭৬ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে ভারত। মাত্র এক উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অর্থাৎ ইন্দোর টেস্টে মাত্র ১১ টি উইকেট নিয়েছে টিম ইন্ডিয়া।
২০১৩ সালে ঘরের মাঠে টেস্টের দুই ইনিংসে সর্বনিম্ন উইকেট তুলেছে ভারত
- ১১ উইকেট: বনাম অস্ট্রেলিয়া, ২০২৩।
- ১৩ উইকেট: বনাম ইংল্যান্ড, রাজকোট, ২০১৬ সাল।
- ১৫ উইকেট: বনাম শ্রীলঙ্কা, দিল্লি, ২০১৭ সাল।
- ১৬ উইকেট: বনাম অস্ট্রেলিয়া, রাঁচি, ২০১৭ সাল।
আরও পড়ুন: IND vs AUS 3rd Test: ইতিহাস গড়া হল না ভারতের, ইন্দোর টেস্টে দাপুটে জয় অজিদের
১০ বছর পরে ঘরের মাঠে কোনও রানের পুঁজি রক্ষা করতে পারল না ভারত
ইন্দোর টেস্টে হেরে যাওয়ায় ১০ বছর পরে ঘরের মাঠে টেস্টে কোনও রানের পুঁজি রক্ষা করতে ব্যর্থ হল ভারত। সেইসঙ্গে ২০১২ সালের নভেম্বর থেকে ঘরের মাঠের টেস্টে ভারতের পঞ্চম হার।
আরও পড়ুন: WTC Points Table: ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া, রাস্তা কঠিন হল রোহিতদের
ইন্দোরে ভারতের প্রথম টেস্ট হার
তথ্য অনুযায়ী, এই প্রথমবার ইন্দোরে কোনও টেস্টে হারল ভারত। অথচ আদতে এবারের ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ধর্মশালায় হওয়ার কথা ছিল। কিন্তু সেখান থেকে ম্যাচ সরিয়ে ইন্দোরে আনা হয়। আর দেশের মাটিতে কোনও হার ছাড়াই ভারত সর্বাধিক টেস্ট জিতেছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। উপ্পলের মাঠে চারটি টেস্ট জিতেছে ভারত। তারপর তালিকায় আছে অন্ধ্রপ্রদেশের ভাইজাগের ওয়াইএস রাজাশেখর রেড্ডি স্টেডিয়াম। ওই মাঠে দুটি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here