১০ বছরেই দাদু অমিতাভের মতো কবিতা আবৃত্তি আরাধ্যার, মেয়ের ভিডিয়োতে যা লিখল অভিষেক
দশ বছরের ছোট্ট আরাধ্যা রাই বচ্চন মাঝেমাঝেই অবাক করে দেয় অনুরাগীদের। কখনও মায়ের মতো নাচ করে, কখনও আবার এয়ারপোর্টেই ক্যাট ওয়াকের ঝলক দেখিয়ে। এবার অনলাইনে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর তাতে আবৃত্তি করতে শোনা গেল তাকে। স্কুলের পোশাক পরে কবিতা বলতে দেখা যায় আরাধ্যাকে।
আরাধ্যা রাই বচ্চন ফ্যানপেজ টুইটার হ্যান্ডেল থেকে সেটি শেয়ার করা হয়েছে। তার স্কুলের অনলাইন হিন্দির প্রতিযোগিতায় এই আবৃত্তি করেন আরাধ্যা হিন্দি ভাষার মাহাত্ম নিয়ে। দু’দিকে বাঁধা পনিটেলে ছন্দ মিলিয়ে ঠিক যেন ঠাকুরদার মতো করেই হিন্দি ভাষায় আবৃত্তি করতে শোনা গেল আরাধ্যাকে। ভক্তরা আরাধ্যার প্রশংসা করে লিখেছেন, ‘বচ্চন ও রাই পরিবারের সঠিক মিশ্রণ ও, যত দেখি তত ভালো লাগে।’ আরেকজন লিখেছেন, ‘এই মেয়েটাই পারবে পরিবারের আভজাত্য, পরম্পরা আগে নিয়ে যেতে’।
অনলাইনে ছড়িয়ে পড়া আরাধ্যার এই ভিডিয়োটি রিটুইট করেন এক নেট-নাগরিক। যিনি তাঁর টুইটে অভিষেক আর অমিতাভকে ট্যাগ করে লেখেন, ‘The legacy continues’, আর সেটার উত্তরে হাত জোড় করার ইমোজি ব্যবহার করে উত্তর দেন অভিষেক।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই জনপ্রিয় আরাধ্যা। ঐশ্বর্যের সাথে তাঁর মুখের মিল চমকে দেয় সকলকে। ছোট থেকে মায়ের ছায়াতেই যেন বেড়ে উঠেছেন। কাজের ফাঁকে সময় মিললে মেয়েকেই সময় দেন আরাধ্যা। দাদু অমিতাভের সাথেও তার খুব ভাব। এই তো কদিন আগে পর্যন্ত দাদুর সাথে জলসা থেকে রবিবারের সকালে বাংলোর বাইরে আগত জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যেন তাকে।
অভিষেক এক সাক্ষাৎকারে মেয়েকে বড় করার সমস্ত কৃতিত্ব ঐশ্বর্যকে দিয়ে জানিয়েছিলেন, ‘ও প্রথম থেকেই আরাধ্যাকে বুঝিয়ে দিয়েছে আমাদের পরিবারের ব্যাপারে। ওর দাদু-দিদা-মা-বাবা প্রত্যেকেই অভিনয় করে, তাই লোক তাঁদের ভালোবাসে। আর এই ভালোবাসা কতটা বড় প্রাপ্তি। ছোট থেকেই ও অভ্যস্ত পাপারাৎজিদের ক্যামেরার। এখন তো মিডিয়ার অ্যাটেনশন ও পছন্দ করতে শুরু করেছে। সঙ্গে ঐশ্বর্য ওকে এটাও বুঝিয়েছে একমাত্র কঠিন পরিশ্রমের মাধ্যমেই এরকম জায়গায় পৌঁছনো সম্ভব।’
For all the latest entertainment News Click Here