১০ একর জমির উপর ফিল্ম সিটি পুরুলিয়ায়, ফিল্ম ট্যুরিজমে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাহাড়-জঙ্গলে ঘেরা এই জেলায় ফিল্ম সিটি গড়ে তোলার কথা ঘোষণা করেছেন এ দিন। রাজ্যের পর্যটন বিভাগ ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় ফিল্ম সিটি গড়ে উঠবে। বেসরকারি বিনিয়োগে ১০ একর জমি দেবেন বলে বৈঠকে জানান তিনি।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রূপসী পুরুলিয়ার এত সৌন্দর্য। বিগত কয়েক বছরে এখানে বহু ছবির শ্যুটিং হয়েছে। এখনও ধারাবাহিকভাবে হচ্ছে। তাই ফিল্ম সিটি গড়ার জন্য ১০ একর জমি দেব।’ রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
পর্যটনে যুক্ত থাকা একটি সংস্থা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন তারা এই ফিল্ম সিটি গড়বেন। এই কাজে চেম্বার অফ কমার্সকে এগিয়ে আসার বার্তা দেন তিনি। ফিল্ম সিটি গড়ার পাশাপাশি, ফিল্ম ট্যুরিজমের প্রসার ঘটানোর কথাও এ দিন ঘোষণা করেছেন তিনি। ফলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও চাঙ্গা হবে বলে আশাবাদী একাংশ।
পুঞ্চায় জৈন স্থাপত্য পাকবিড়রার মন্দিরকে হেরিটেজ ঘোষণা করতে ওই ট্যুরিজম প্রকল্পে প্রশাসনিক বৈঠক থেকেই দু’কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। পর্যটন বিভাগ থেকে এক কোটি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে এক কোটি টাকা দেওয়ার কথা জানান তিনি। পর্যটনের প্রসারে হোম স্টে আরও বাড়ানোর কথা বলেছেন। সঙ্গে বলেছেন, ‘ছরড়ায় বিমানবন্দর হবে। পুরুলিয়ার কমিউনিকেশন বাড়ানোর প্রয়োজন।’ মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের এই দূরের জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নত করতে চান। ব্রিটিশ আমলে পরিত্যক্ত অবস্থায় থাকা ছরড়ায় ছোট বিমানবন্দর চালু করতে চান। দীর্ঘদিন ধরেই এই কাজটিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
For all the latest entertainment News Click Here