১০০ শতাংশ ফিট হয়ে খেললে, মাত্র ৫-১০ টেস্ট খেলতাম- ইন্দোরে ফেরার ইঙ্গিত স্টার্কের
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক বলেছেন যে, তিনি এখনও আঙুলে কিছুটা অস্বস্তি অনুভব করছেন। তবে তিনি বুধবার থেকে ইন্দোরে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য দলে ফেরার অশা করছেন।
ডিসেম্বরে ফিল্ডিং করতে গিয়ে টেন্ডন ছিঁড়ে যাওয়ার পরে এখনও কোনও ম্যাচ খেলতে পারেননি মিচেল স্টার্ক। বাঁ-হাতি স্টার্ক তাঁর বোলিং হাতের মাঝের আঙুলে চোট পেয়েছিলেন এবং ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজের প্রথম দু’টি টেস্টে তিনি খেলতে পারেননি। এবং এই ২টি টেস্ট হেরে গিয়েছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক প্যাট কামিন্স এবং ব্যাটার ডেভিড ওয়ার্নার সিরিজ থেকে বাদ পড়ায়, মিচেল স্টার্ক এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে খেলানো হতে পারে ইন্দোরে। যারা চোটের জন্য আগের ২টি টেস্টে খেলেননি।
আরও পড়ুন: বাপ কা বেটা- মইনের দলের বিরুদ্ধে ছেলের তাণ্ডব, বাবার মতো ছয় মেরে তাক লাগালেন আজম
স্টার্ক সোমবার বলেছেন, ‘আমার অস্বস্তি রয়েই গিয়েছে। আমি এটা বলবও না যে, সময়ের মধ্যে ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারব। তবে এই চোট এখন অবশ্যই অনেকটা ভালো আছে। বলটি বেশ সুন্দর ভাবে বের হচ্ছে এবং আমি অনুভব করছি যে, আমি পুরোপুরি বল করার জন্য প্রস্তুত রয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘এটাই আমার জীবনের প্রথম টেস্ট ম্যাচ নয়, যেটা আমি কোনও ধরনের অস্বস্তি নিয়ে খেলব। আগেও খেলেছি। যদি আমি শুধুমাত্র ১০০ শতাংশ ফিট হয়ে খেলতাম, তা হলে আমি মাত্র পাঁচ বা ১০টি টেস্ট খেলতাম। এই চোট এখন যে অবস্থায় আছে, তাতে আমি খুশি। এবং গত ১০ বা ১২ বছরে সেই জিনিসগুলি মোকাবিলা করে এসেছি।’
আরও পড়ুন: চুল সাদা হয়ে যাচ্ছে, কবে বিয়ে করবেন? রসিক প্রশ্নের কী উত্তর দিলেন পাক অধিনায়ক?
কামিন্স তাঁর অসুস্থ মায়ের সঙ্গে থাকার জন্য দেশে ফিরে গিয়েছেন। কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। তিনি ২০১৫ থেকে ১০১৮ সাল অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন।
এ দিকে স্টার্ক মনে করছেন যে, সিরিজে দ্রুতদের এখনও একটি বড় ভূমিকা পালন করতে হবে, যা এখনও পর্যন্ত স্পিনারদের পক্ষে ছিল। তিনি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে এটি একটি চ্যালেঞ্জ ছিল। প্রথম দুটি পরীক্ষা। আমরা এই টেস্ট সিরিজে স্পিনকে একটি বিশাল ভূমিকা পালন করতে দেখেছি। তবে জোরে বোলাররা এখনও একটি বিশেষ ভূমিকা পালন করেছে। সেটা নতুন বলের সঙ্গে যদি এটি রিভার্স-সুইং করে এবং তাতে উইকেটে এসেছে। সুতরাং সিম বোলারদেরও অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
For all the latest Sports News Click Here