১০০-র বেশি গড়, ৬ ম্যাচেই টপকালেন ৪০০ রান, সাসেক্সকে ফের ম্যাচ জেতালেন পূজারা
আক্ষরিক অর্থেই কাউন্টি ক্রিকেটে থামানো যাচ্ছে না চেতেশ্বর পূজারাকে। চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন চেতেশ্বর। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে ডাবল সেঞ্চুরি রয়েছে ২টি। এবার ৫০ ওভারের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন পূজারা।
চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ব্যাট হাতে সাসেক্সকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন চেতেশ্বর। ইতিমধ্যেই টুর্নামেন্টে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বুধবার ডারহ্যামের বিরুদ্ধে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন ভারতীয় তারকা। যদিও ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় পূজারাকে।
চেস্টার লে স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নামে ডারহ্যাম। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৮ রান সংগ্রহ করে। গ্রাহাম ক্লার্ক করেন ৬৯ রান। জেমস কোলস ৩টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- Pujara Breaks Sangakkara’s Record: আদা জল খেয়ে সাঙ্গাকারার পিছনে লেগেছেন পূজারা, কাউন্টিতে ফের ভাঙলেন কিংবদন্তির রেকর্ড
পালটা ব্যাট করতে নেমে সাসেক্স ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২২৯ রান তুলে নেয়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সাসেক্স। পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪৯ রান করে নট-আউট থাকেন।
চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের ৬ ম্যাচে ১০৪.০০ গড়ে ৪১৬ রান সংগ্রহ করেছেন পূজারা। স্ট্রাইক-রেট ১১১.৮২। তিনি সাকুল্যে ৩৫টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। এই মুহূর্তে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।
আরও পড়ুন:- County Cricket: ২০টি চার, ৫টি ছক্কা, সেহওয়াগের ঢংয়ে ব্যাট চালিয়ে একাই ১৭৪ পূজারার
রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে পূজারার পারফর্ম্যান্স:-
১. নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯ রান করে আউট হন পূজারা।
২. গ্লস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।
৩. লেস্টারশায়ারের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে চেতেশ্বর ১৪ রানে অপরাজিত থাকেন।
৪. ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে তিনি ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
৫. সারের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে পূজারার ব্যাট থেকে আসে ১৭৪ রানের অবিশ্বাস্য ইনিংস।
৬. এবার ডারহ্যামের বিরুদ্ধে ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন চেতেশ্বর।
For all the latest Sports News Click Here