১০০ দিনের বেশি কোনও সিনেমাতে কাজ করব না, ‘বাজেট হিট তো ছবি হিট’: অক্ষয় কুমার
অক্ষয় কুমারকে বর্তমান সময়ে বলিউডের অন্যতম সফল ও ব্যস্ত অভিনেতাদের মধ্যে গন্য করা হয়। একই বছরে দর্শকদের একাধিক হিট উপহার দিয়ে থাকেন তিনি। সাথে হাতে থাকে পরপর ছবির কাজ। আপাতত যেন এই অভিনেতা তাঁর ২০২২ সালের প্রথম ছবি ‘বচ্চন পাণ্ডে’র মুক্তির অপেক্ষা করছেন। আসলে অক্ষয় বরাবরই নিজের জন্য এমন ছবি বেছে নেন যা সিমীত বাজেট নিয়ে তৈরি ও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়।
‘বচ্চন পাণ্ডে’র পর অক্ষয়কে দেখা যাবে ‘পৃথ্বীরাজ’, ‘রক্সাবন্ধন’, ‘রাম সেতু’, ‘ওএমজি ২’ ছবিতে। এরমধ্যে ‘রাম সেতু’র শ্যুট অবশ্য শে, হয়ে গিয়েছে। কেন ছবির বাজেট তাঁর জন্য গুরুত্বপূর্ণ একটা দিক সেপ্রসঙ্গে কথা বলার সময় পিঙ্ক ভিলাকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘আমিও ওই প্রচলিত কথাটায় খুব বিশ্বাস করি, ‘বাজেট হিট তো ফিল্ম হিট’। ঈআমি কোনওদিন সিনেমার প্রযোজকের টাকা ও সময় নষ্ট করিনি। আমার সহ-অভিনেতা ও সিনেমার ক্রুদের সময়ের সম্মান করেছি কেরিয়ারে। একটাই উদ্দেশ্য সময়ও যেন আমাকে এই সম্মানই করে।’
ছবি বাছার সময় কোন বিষয়গুলো তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয় সেই বিষয়ে জানান, ‘একটা ছবির পিছনে ৪০-৪৫ দিনের বেশি সময় দেওয়া কারও পক্ষেই সম্ভবপর হয় না। আর তুমি যদি এই সময়ের মধ্যে সিনেমার শ্যুট শেষ করে ফেলতে পারো, তোমার ছবির বাজেট থাকবে নিয়ন্ত্রণে। আমার পক্ষে এমন ছবিতে কাজ করা সত্যি সম্ভব নয়, যার জন্য ১০০ দিনের বেশি শ্যুট করতে হবে।’ তিনি নিজেকে মেথড অ্যাক্টারদের দলে ফেলেন না। যাঁরা কোনও চরিত্রের প্রস্তুতির জন্য নিজেকে ঘরে বন্দি করে নেন। ১- ২ মাস সময় লাগে নিজেকে সেই চরিত্রে ধাঁচে ফেলতে। তাঁর মতে, ‘আমার মতে অ্যাকশন করো, বাড়ি চলে যাও’।
অক্ষয়কে শেষ দেখা গিয়েছে আনন্দ এল রাইয়ের সিনেমা ‘অতরঙ্গি রে’-তে কেমিও করতে। ছবির মুখ্য চরিত্রে ছিলেন সারা আলি খান আর ধনুশ। বড়দিনের সপ্তাহে হটস্টারে মুক্তি পায় এই ছবি।
For all the latest entertainment News Click Here