১০০ কোটি ছুঁই ছুঁই ‘দ্য কাশ্মীর ফাইলস’, সপ্তম দিনেও বক্স অফিসে ছবির তুমুল ব্যবসা
মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে তুমুল ব্যবসা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর। সাত দিনের মধ্যে ১০০ কোটি ছুঁই ছুঁই এই সিনেমা। এখনও পর্যন্ত দেশজুড়ে মোট ৯৭.৩০ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবি পরিচালনায় বিবেক আগ্নিহোত্রী। শুরু থেকেই নানা রকম বিতর্কে জড়িয়েছে এই ছবি।
ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি। মুক্তির সাত দিন পরেও বক্স অফিসের দৌড়ে চরম সফল ‘দ্য কাশ্মীর ফাইলস’।
ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শের কথায় বক্স অফিসে যেন সুনামি তুলেছে এই ছবি। টুইট করে তিনি জানিয়েছেন, হিন্দি ছবির ইতিহাসে সর্বকালের ব্লকবাস্টার হিট ছবির তালিকায় নাম জুড়তে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর। অপ্রতিরোধ্য, ধীর চলতে অস্বীকার করছে। আজই(দোলের দিন) এই ছবি বক্স অফিসে ১০০ কোটি পার করবে। শুক্রবার ৩.৫৫ কোটি, শনিবার ৮.৫০ কোটি, রবিবার ১৫.১০ কোটি, সোমবার ১৫.০৫ কোটি, মঙ্গলবার ১৮ কোটির ব্যবসা, বুধবার ১৯.০৫ কোটি, বৃহস্পতিবার ১৮.০৫ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। এখনও পর্যন্ত মোট ৯৭.৩০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা।
তিনি আরও টুইটে জানিয়েছেন, আগের সমস্ত রেকর্ড ভেঙে সপ্তাহের মাঝখান থেকে নতুন রেকর্ড তৈরি করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখনও পর্যন্ত ৩.৫৫ কোটি থেকে ৯৭.৩০ কোটির যাত্রা করেছে এই সিনেমা। একটি নতুন বেঞ্চমার্ক … কোনো মিড-রেঞ্জ হিন্দি ফিল্মে এই ধরনের প্রবণতা দেখে যায়নি কখনও।
BoxOfficeIndia.com এর রিপুোর্ট অনুযায়ী, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ‘দঙ্গল’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। কারণ সপ্তাহের শেষ দিনে এই দুই ছবির কালেকশন আরও ভালো ছিল। ছবিটি এখন টবাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর অষ্টম দিনের রেকর্ড ভাঙার চেষ্টা করবে। প্রতিবেদন অনুসারে, বিগত পাঁচ বছরে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’কে চ্যালেঞ্জ করার মতো অন্য কোনও ছবি আসেনি।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ‘ট্র্যাজেডি সম্পর্কে বিবেক অগ্নিহোত্রীর গবেষণা ছবির প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে। যদিও ছবিটি প্রায় তিন ঘণ্টার, সেক্ষেত্রে বিশেষ কোনও প্রয়োজনীয়তা ছিল না। নন-লিনিয়ার চিত্রনাট্য আপনাকে কোনও একটি চরিত্রের গল্পে ডুবে যেতে দেয় না। পুষ্কর এবং তার পরিবারের সঙ্গে যা ঘটেছিল সেইটা ভেবে আপনি যখন ভয় পাচ্ছেন, ঠিক একই সময় কৃষ্ণ এবং তার পরিবারের হত্যাকাণ্ডের সত্যতা খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান শুরু হয়। সঙ্গে সঙ্গে আপনি বর্তমানে ফিরে আসেন। কৃষ্ণের যাত্রা এবং তার পরিবারের সঙ্গে কী ঘটেছিল সে সম্পর্কে সত্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে গল্পে আরও দৃঢ় বিশ্বাস এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল।’
উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজনায় তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক আগ্নিহোত্রী।
For all the latest entertainment News Click Here