১০০০ কোটির গণ্ডি পার করল পাঠান, কোন অঙ্কে আমিরের দঙ্গলকে হারিয়ে দিলেন শাহরুখ?
দ্বিতীয় হিন্দি ছবি হিসাবে ১০০০ কোটির গণ্ডি ছুঁল শাহরুখ খানের ‘পাঠান’। এতদিন এই এলিট ক্লাবের একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এর পাশাপাশি প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ সাফল্যের সঙ্গে ১০০০ কোটি টাকার মাইলস্টোন ছুঁতে সফল হয়েছিল। পাঁচ নম্বর ভারতীয় ছবি হিসাবে এই নজির গড়ল পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’।
গত ২৫শে জানুয়ারি বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। ১০০০ কোটি টাকা কামাতে ২৭ দিন সময় নিলেন শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের সবচেয়ে হিট ছবি এটি। ‘পাঠান’ ছবির সঙ্গে চার বছর পর রুপোলি পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তাঁর এই কামব্যাক যে ব্লকবাস্টার হিট, তা এখন খাতায়-কলমে প্রমাণিত।
এদিন যশ রাজ ফিল্মসের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘পাঠান বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করল। আসুন বড় পর্দায় পাঠানকে সেলিব্রেট করুন’।
ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে হিট ছবি ‘দঙ্গল’। এই ছবির বিশ্বব্যাপী আয় ২০০০ কোটি টাকা। তবে মুক্তির প্রথম পর্বে ১০০০ কোটির গণ্ডি ছুঁতে পারেনি আমিরের ছবি। প্রথম পর্যায়ের মুক্তিতে ‘দঙ্গল’-এর মোট আয় ছিল ৭১৬ কোটি টাকা। আমিরের ছবির ভাগ্য বদলে ছিল চিনের মার্কেট। ২০১৭ সালের মার্চ মাসে প্রথমে তাইওয়ান, পরে চিন ও হংকং-এ মুক্তি পায় দঙ্গল। সে দেশের ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছিল দঙ্গল, ছবি থেকে বাদ পড়েছিল ২০ মিনিটের দৃশ্য। মুক্তির দ্বিতীয় পর্বে চায়না মার্কেট থেকে ১৩৪৪ কোটি টাকা আয় করে ‘দঙ্গল’। চিনে আমির খানের জনপ্রিয়তা লাগামছাড়া। সেই সূত্রেই এই রেকর্ড গড়েছিল ‘দঙ্গল’।
আরও পড়ুন-‘বাংলাদেশে শীঘ্রই মুক্তি পাবে পাঠান’: শাহরুখ; চাই শুধু হাসিনার সবুজ সংকেত
খুব শীঘ্রই প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’। তবে যশ রাজ কর্তৃপক্ষের তরফে এই ছবির চায়না মার্কেটে মুক্তির পরিকল্পনা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। একদিন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি ছবির সাফল্যের কথা ইনস্টায় শেয়ার করে লেখেন, ‘১০০০ কোটি পার করল পাঠান… পিকচার আভি বাকি হ্যায়’।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ‘জিরো’র ব্যর্থতার পর নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে তিনি দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’।
আরও পড়ুন-খালি পায়েই আমেরিকা যাচ্ছেন কোটিপতি রামচরণ! ভাইরাল ভিডিয়োয় প্রশংসার বন্যা, কারণ জানেন?
পাঠানের সাফল্যের মাঝেই নিজের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ। এই জুন মাসে এই ছবির মুক্তির তারিখ নির্দিষ্ট থাকলেও তা পিছোতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। অন্যদিকে ২০২৩-এর ডিসেম্বরেই ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন কিং খান।
For all the latest entertainment News Click Here