১০০০-এর উপর বল খেলে ড্র! বাবর-রিজওয়ান মনে করালেন ‘টাইমলেস’ টেস্টের স্মৃতি
শুভব্রত মুখার্জি: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে করাচির ২২ গজে ফিরল ৮৩ বছরের পুরনো এক স্মৃতি। বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের ব্যাটে ভর করে এক বিরল নজিরের সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ২০০ বছরেরও বেশি সময়তে মাত্র ২ বার এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছে ২২ গজ। চতুর্থ ইনিংসে ব্যাট করে ১০০০ বলেরও বেশি খেলে টেস্ট ম্যাচ ড্র রাখতে পারার কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় দল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচির ২২ গজে মাটি কামড়ে লড়াই করলেন বাবর আজমরা। চতুর্থ ইনিংসে শতরান করলেন দুই পাকিস্তানি ব্যাটার বাবর-রিজওয়ান। পাশাপাশি শফিকের ৯৬ রানে ভর করে পাকিস্তান অজিদের বিরুদ্ধে ১০০০’র উপর বল খেলে এক অসম্ভব ড্র ছিনিয়ে নিতে সক্ষম হয়। বিশ্ব ক্রিকেটে এই ঘটনা এর আগে আর মাত্র একবার ঘটেছে। ১৯৩৯ সালে ‘টাইমলেস’ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ঘটনা ঘটিয়েছিল ইংল্যান্ড দল। টানা ১০ দিন চলার পরেও সেই টেস্টের ফয়সালা হয়নি। জাহাজ ধরতে না পেরে দেশে ফেরা পিছিয়ে যেতে পারে সেই কারণেই সেই টেস্ট ম্যাচ ১০ দিন খেলার পরে দেশে ফিরেছিলেন ইংল্যান্ড ক্রিকেটাররা।
করাচি টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ৫৫৬/৯ ডিক্লেয়ার করে দেয়। জবাবে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে পাকিস্তান ১৪৮ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৯৭/২ তে ডিক্লেয়ার করে দেয়। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দল ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান করে ম্যাচে অবিশ্বাস্য এক ড্র ছিনিয়ে আনতে সক্ষম হয়।
For all the latest Sports News Click Here