হয় অস্ট্রেলিয়া, নয়তো ইংল্যান্ড, একবার মাত্র মেয়েদের বিশ্বকাপ জেতে অন্য দল, কারা?
ক্রাইস্টচার্চের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে পরাজিত করে সপ্তমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সব থেকে সফল দলের তকমা আগেই ছিল তাদের দখলে। শুধু ট্রফির সংখ্যাটা বাড়িয়ে নেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড বরাবর বিশ্বকাপে টক্কর দেয় অস্ট্রেলিয়াকে, যদিও অজি আধিপত্য খর্ব করা সম্ভব হয়নি ব্রিটিশদের পক্ষে।
এই নিয়ে মোট ১২ বার বসে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়া সব থেকে বেশি ৭ বার মেয়েদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। তারা খেতাব জেতে ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫, ২০১৩ ও ২০২২ সালে। এছাড়া ১৯৭৩ ও ২০০০ সালে আরও দু’বার তারা রানার্স হয়।
ইংল্যান্ড ১৯৭৩, ১৯৯৩, ২০০৯ ও ২০১৭ সালে মোট চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। এছাড়া তারা ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮ ও ২০২২ সালে মোট চারবার রানার্স হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া একবার মাত্র মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন হয় অন্য দল। নিউজিল্যান্ড ২০০০ সালে মেয়েদের বিশ্বকাপ জেতে। যদিও তারা ১৯৯৩, ১৯৯৭ ও ২০০৯ সালে মোট তিনবার রানার্স হয়।
ইংল্যাল্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আর কোনও দেশে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ জেতেনি। ভারত ২০০৫ ও ২০১৭ সালে মোট দু’বার বিশ্বকাপের ফাইনালে ওঠে। দু’বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন:-
১৯৭৩: ইংল্যান্ড
১৯৭৮: অস্ট্রেলিয়া
১৯৮২: অস্ট্রেলিয়া
১৯৮৮: অস্ট্রেলিয়া
১৯৯৩: ইংল্যান্ড
১৯৯৭: অস্ট্রেলিয়া
২০০০: নিউজিল্যান্ড
২০০৫: অস্ট্রেলিয়া
২০০৯: ইংল্যান্ড
২০১৩: অস্ট্রেলিয়া
২০১৭: ইংল্যান্ড
২০২২: অস্ট্রেলিয়া
For all the latest Sports News Click Here