হয়তো ১৫ জুলাইয়ের মধ্যে চুক্তিতে সই করবেন ঋদ্ধি- দাবি ত্রিপুরার ক্রিকেট কর্তার
মঙ্গলবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়ে দিয়েছেন, অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা প্লেয়ার এবং মেন্টর হিসেবে ত্রিপুরা দলে যোগ দিতে চলেছেন। ৪০ টেস্টে খেলা এই অভিজ্ঞ প্লেয়ার ইতিমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) থেকে এনওসি বা ছাড়পত্র পেয়ে গিয়েছেন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) যুগ্ম সচিব কিশোর দাস পিটিআই-কে বলেন, ‘আমরা সাহার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছেন। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য তিনি সিনিয়র দলের মেন্টর হিসেবেও কাজ করবেন।’ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আশা, ঋদ্ধিমান সাহা ১৫ জুলাইয়ের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করবেন।
আরও পড়ুন: ‘CAB চাইলে সমস্যা মেটাতেই পারত, কিন্তু বাংলা হয়তো আমাকে চায় না’, হতাশ ঋদ্ধিমান
আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া সার্কিটে তাঁর বিশাল অভিজ্ঞতা বিবেচনা করে, ঋদ্ধিমান সাহা দলে যোগ দিলে খেলোয়াড়রা অত্যন্ত উপকৃত হবেন, এমনটাই দাবি করেছেন কিশোর দাস। তবে তিনি বলেছেন, ‘ওকে দলের অধিনায়ক করা হবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও পড়ুন: শেষমেশ সত্যি হল আশঙ্কা, ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দিল বাংলা
বাংলার ক্রিকেট সংস্থার তরফে শনিবার বিজ্ঞপ্তি জারি করে ঋদ্ধিকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। সিএবির বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘মিস্টার ঋদ্ধিমান সাহা সিএবিতে আসেন এবং সভাপতি অভিষেক ডালমিয়ার কাছে অ্যাসোসিয়েশন ছাড়ার আবেদন জানান। সাহার অনুরোধ মতোই তাঁকে অন্য রাজ্যের হয়ে খেলার জন্য এনওসি দিয়েছে সিএবি। সেই সঙ্গে তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছে অ্যাসোসিয়েশন।’
খুব বেশি দিন হয়নি, অশোক দিন্দার বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলতে যাওয়ার স্মৃতি এখনও টাটকা বাংলার ক্রিকেটপ্রেমীদের মনে। কোচের সঙ্গে ঝামেলায় বাংলা ছেড়েছিলেন দিন্দা। এবার ঋদ্ধির অন্য রাজ্যের হয়ে খেলতে চাওয়ার কারণটাও কারও অজানা নয়। সিএবি কর্তার সঙ্গে সমস্যার জেরেই রাজ্য দলের হয়ে আর মাঠে না নামার সিদ্ধান্ত নেন সাহা। উল্লেখযোগ্য বিষয় হল, কোচ ও কর্তারা বহাল তবিয়তে থাকেন। দল ছাড়তে হয় ক্রিকেটারদের।
For all the latest Sports News Click Here