‘হয়তো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি…’, পরীমনি বিতর্কে মুখ খুললেন শাকিব খান
মাদককাণ্ডে গ্রেফতার অভিনেত্রী পরীমনিকে নিয়ে বিতর্কের ঝড় গত কয়েকদিন ধরেই। দুই বাংলার সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রীর গ্রেফতারি প্রসঙ্গ। পরীমনি গ্রেফতার হওয়ার কয়েকঘন্টার মধ্যেই অভিনেত্রীর সদস্যপদ বাতিল স্থগিত করে দেয় সেদেশের শিল্পী সমিতি, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। আপতত কাশিমপুর জেলে বন্দি পরীমনি। তিনবার তাঁর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। পরীমনির পাশে দাঁড়িয়ে আগেই মুখ খুলেছেন তসলিমা নাসরিনসহ বাংলাদেশের বহু বিশিষ্টরা। এবার বিতর্কিত নায়িকাকে নিয়ে মুখ খুললেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত সুপারস্টার শাকিব খান।
পরীমনির সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন শাকিব। সহকর্মীর দুর্দিনে মুখ বুজে থাকেননি তিনি। শনিবার দীর্ঘ ফেসবুক স্টেটাসে পরীমনি বিতর্ক নিয়ে নিজের মতামত জানান শাকিব। মামলাটি আদালতে বিচারধীন থাকায়, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি শাকিব তবে সোশ্যাল মিডিয়ায় পরীমনিকে যেভাবে দোষারোপ করা হচ্ছে, তাঁর চরিত্র নিয়ে কু-মন্তব্য করা হচ্ছে তাঁর বিরোধিতা করেন শাকিব। তিনি বলেন, ‘পরীমনির মামলা এখন বিচারাধীন। ওই বিষয়ে কিছু বলছি না। সে যে মামলায় গ্রেপ্তার হয়েছে, তার কী অপরাধ সেটা বিশ্লেষণে যাচ্ছি না। দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে। নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে। কিন্তু তার আগে পরীমনির জীবন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, এটা সত্যি দুঃখজনক।’
শাকিব জানান, হয়তো জীবনে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি পরীমনি। তবে পরীমনির স্ট্রাগল কাছ থেকে দেখেছেন তিনিও। শাকিবের কথায়, ‘সহকর্মী হিসেবে যতদূর জানি পরীমনি বাবা-মা হীন। তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ-তরুণীর বেড়ে ওঠা, স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিকনির্দেশনার অভাবে পরীমনি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি’।
পাশাপাশি শিল্পী সমিতি বিপদের দিনে পরীমনিকে ছুঁড়ে ফেলে দেওয়ার কড়া সমালোচনা করেছেন শাকিব খান। তিনি লেখেন, ‘শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমনি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরণের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে! সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক।…শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?
সেই সঙ্গে পরীমনিকে যারা ‘বিপথে নিয়ে গেছেন’ তাদেরও খুঁজে বের করা উচিত বলে মনে করেন শাকিব। সবশেষে তিনি বলেন, ‘সহশিল্পী হিসেবে আশা রাখি, পরীমনির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে। পরীমনি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষাও নেবে। যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে’।
For all the latest entertainment News Click Here