হ্যালোইনে ‘হার্লি কুইন’ হয়ে সামনে এলেন ক্যাটরিনা, ‘জোকার’ ভিকির খোঁজে নেটপাড়া

প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিনে মৃতদের স্মরণে পালিত হয় হ্যালোইন। এখন ভারতীয়রাও এই উৎসব পালন করেন। প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মাদের উৎসর্গ করেই এই সেলিব্রেশন। সামনেই মুক্তি পাচ্ছে ক্যাটরিনার ‘ফোন ভূত’। সেই ছবির প্রচারে ব্যাপক ব্যস্ত নায়িকা। এর ফাঁকেই সময় বার করে হ্যালোইনের জন্য নিজেকে সাজালেন ক্যাটরিনা। 

হ্যালোইনে ক্যাটরিনার লুক দেখলে খুব চেনা মনে হবে। আসলে এদিন মারগোট রবি-র ‘হার্লি কুইন’ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ছবির এই জনপ্রিয় চরিত্রের মতো সেজে অনুরাগীদের সঙ্গে হ্যালোইনের আনন্দ ভাগ করে নিলেন ক্যাটরিনা। অভিনেত্রীর এই রূপ দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যা। একজন লেখেন, ‘আমার দেখা সেরা হার্লি কুইন’। অপর একজন লেখেন, ‘হার্লি কুইন তো ক্যাটরিনা। এবার ‘জোকার’ হিসাবে ভিকিকে দেখবার অপেক্ষা’। 

ডিসি কমিকসের কুখ্যাত জোকারের সাইডকিক হিসেবে বিশেষভাবে সুপরিচিত হার্লি কুইন। ২০১৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘সুইসাইড স্কোয়াড’ ছাড়া অন্য কোনও মোশন ছবিতে আগে হার্লি কুইনের দেখা মেলেনি। তবে টিভির পর্দায় মিয়া সারা হার্লি কুইন হিসাবে ধরা দিয়েছেন। 

spree with her Phone Bhoot co-stars Ishaan Khatter and Siddhant Chaturvedi and has been sharing a closer look at her OTTD. A few days ago, she shared a post in which she can be seen sporting a beautiful saree with sneakers. Sharing the post, she wrote, “Ragini’ s day out”

Helmed by Gurmmeet Singh, in the Phone Bhoot, Katrina will be playing the role of Ragini, a ghost, while Siddhant and Ishaan will be the ghostbusters. Produced by Farhan Akhtar and Ritesh Sidhwani, the movie is slated to release on November 4.

Meanwhile, on the work front, Katrina Kaif has several films in her kitty – Tiger 3 with Salman Khan, Merry Christmas with Vijay Sethupathi and Farhan Akhtar’s Jee Le Zaraa, co-starring Alia Bhatt and Priyanka Chopra.

For all the latest entertainment News Click Here 

Read original article here

Denial of responsibility! TechAI is an automatic aggregator around the global media. All the content are available free on Internet. We have just arranged it in one platform for educational purpose only. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials on our website, please contact us by email – [email protected]. The content will be deleted within 24 hours.