‘হ্যারি অ্যান্ড মেগান’-এ চমক! কোন ভারতীয়ের এক ঝলক দেখা মিলল এই সিরিজে
হ্যারি অ্যান্ড মেঘনের প্রথম তিনটি পর্ব গতকালই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গিয়েছে। গতকাল থেকেই এই সিরিজ শুরু হল। আর এই ওয়েব সিরিজ শুরু হওয়ার পরই ভীষণ মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কারও এই সিরিজের শুরুয়াত একদমই ভালো লাগেনি। মন পাসান্দ না হওয়ার কারণে তাঁরা এই সিরিজকে পাঁচে একটা স্টার রেটিং হিসেবে দিয়েছেন। কারও কারও আবার এই সিরিজ এতটাই ভালো লেগেছে যে তাঁরা পাঁচে পাঁচ দিয়েছেন এই সিরিজকে। এবং সব থেকে অবাক করা বিষয় হল, এর মাঝামাঝি রেটিং প্রায় নেই বললেই চলে। হয় এক নইলে পাঁচ!
এই সিরিজের প্রথম তিনটি পর্বে মূলত বিভিন্ন ঘটনার বর্ণনা রয়েছে। প্রতিটা ঘটনাকে, তার কারণ, ইত্যাদিকে নিখুঁতভাবে ব্যাখ্যা করে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রয়েছে মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বেশ কিছু ব্যক্তিগত ছবি।
এছাড়া এই সিরিজে আরও একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সেটা হল হ্যারি এবং মেঘনের বন্ধুদের মতামত, তাঁরা তাঁদের চোখে কীভাবে এই সম্পর্ক দেখেছেন, তাঁদের ব্যাখ্যা কী, কোন আঙ্গিকে তাঁরা গোটা ঘটনাটিকে দেখেছেন সেই সবটা এখানে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই জুটির জীবনে ঘটা বিভিন্ন ঘটনার কারণ বা ব্যাখ্যা দিতেও দেখা যায় তাঁদের।
মেঘন মার্কেলের দীর্ঘদিনের বন্ধু হলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি যখন হ্যারির সঙ্গে তাঁর আলাপ হয়নি তার আগে থেকে প্রিয়াঙ্কা এবং মেঘন বন্ধু। তাই এই সিরিজের দ্বিতীয় পর্বে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায় এক ঝলক। মেঘনের ঘনিষ্ঠ বন্ধুদের যে সেলফি দেখানো হয়েছে এই সিরিজে সেখানে একটি ছবিতে প্রিয়াঙ্কা ছিলেন।
এছাড়া এই সিরিজের মেঘনের আর যে বন্ধুদের দেখা গিয়েছে এবং যাঁরা বেশ পরিচিত তাঁরা হলেন, অ্যাবিগেইল স্পেন্সার, প্রমুখ। অ্যাবিগেইল বলেন ‘এইচের’ সঙ্গে দেখা করার আগে মেঘন তাঁর জীবন দারুন ভাবে কাটিয়েছে। তিনি জানান তাঁর বন্ধু মেঘ, ভীষণ মিশুকে, আর সকলের সঙ্গে মিশতে, ঘুরতে, বেড়াতে ভালোবাসেন।
তবে এই সিরিজের আগামী কোনও পর্বে প্রিয়াঙ্কা চোপড়াকে আর দেখা যাবে কিনা সেটা এখনও জানা যায়নি। এই সিরিজের বাকি পর্ব আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here