‘হ্যাঁ আমি রিমেক করেছি, তাতে অসুবিধা কোথায়?’ নকল করার অভিযোগ নিয়ে বললেন রাজ
রাজ চক্রবর্তী ‘নকল করেন, দক্ষিণী ছবি দেখে টোকেন।’ এমনই নানান অভিযোগ পরিচালকের বিরুদ্ধে বহুদিন ধরেই করে এসেছেন নিন্দুকেরা। নিজের কনটেন্ট তৈরি করেও এমন অভিযোগ থেকে ছাড়া পাননি পরিচালক। এমনকি সাম্প্রতিক মুক্তি পাওয়া রাজের প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর ট্রেলার মুক্তির পরেও নিন্দুকের এমন কথা শুনতে হয়েছে পরিচালককে। এবার নিন্দুকেদের সেই সমালোচনার জবাব দিলেন রাজ।
সম্প্রতি টিভি নাইন বাংলাকে নিন্দুকের কটাক্ষ প্রসঙ্গে রাজ বলেন, ‘হ্যাঁ, একটা সময় তো আমি রিমেক করতাম, করেছি, সেজন্যই বলেছেন। তাতে সমস্যা কোথায়? যদিও এখন আর করি না। আগে বেশিরভাগ রিমেকই করেছি, তাতে যদি কেউ বলে থাকেন, তাহলে ভুল তো কিছু বলেননি। তাছাড়া আমি ক্রাইমও করিনি। পয়সা দিয়ে সত্ত্ব কিনে ছবি করেছি। কেউ ভালো বলবে, কেউ খারাপ, এটা তো কাজের অংশ। আমরা কেউ ভগবান নই, যে সবাই ভালো বলবে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।’
আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ
আরও পড়ুন-কলকাতায় পরিচালক ইমতিয়াজ আলি, রাস্তার দোকানেই খেলেন কচুরি ও চা, মাত্র ৫৪ টাকায়!
প্রসঙ্গত সম্প্রতি ‘আবার প্রলয়’-এর ট্রেলার দেখে অনেকেই ওয়েব সিরিজে ঋত্বিক চক্রবর্তীর লুক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেকেরই মনে হয়েছিল ‘গুরুজি ঋত্বিকের লুকটা সেক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের কপি। এমনকি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই রাজকে আক্রমণ করে লেখেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা…trolls r welcome’। যদিও নিজের পোস্টে, রাজের নাম নেননি রাহুল। তবে তিনি কার উদ্দেশ্যে কথাগুলি বলছেন তা বুঝে নিতে অসুবিধা হয়নি কারোরই।
তবে রাহুলের মন্তব্য নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ। পরিচালক বলেছিলেন, ‘কেউ যদি আমাকে নিয়ে কোনও ব্যঙ্গ করে, তাতে আমার কিছু করার নেই, বা বলার নেই। সেটা তাঁর ব্যক্তিগত বিষয়, মানসিকতার উপর নির্ভর করে। এটা তিনিই বলতে পারবেন। কারণ, আমার রুচিতে বাঁধে কারোর সম্পর্কে খারাপ কথা বলার ক্ষেত্রে। ভালো কথা বলতে না পারলেও, আমি কাউকে খারাপ কথা বলি না। কাজ করতে গেলে ভালো-খারাপ দুটোই শুনতে হবে। এটাই তো জীবনের অংশ। খারাপ কথা শুনলে যদি মন খারাপ হয়, বা রেগে যাই, তাহলেই সমস্যা। কারওর বলতে ইচ্ছে করেছে বলেছে। আমি কোনও প্রতিক্রিয়া দিতে চাই না।’
রাজ রাহুলের নাম না করে বলেন, ‘ওর বলাতে আমার কোনও ক্ষতি হলে, তখন না হয় বলতাম, আমার যখন ক্ষতি হয়নি, বা গায়ে লাগেনি, তখন আমি কিছুই বলব না। আমাদের দেশে তো রবীন্দ্রনাথ, থেকে সচিন তেণ্ডুলকর, কাউকেই লোকজন খারাপ কথা বলতে ছাড়েন না। সেখানে আমি তো নিমিত্ত মাত্র। আর যাঁর নাম বলছেন, সে আমাকে ছাড়াও আরও অনেককে নিয়েই খারাপ কথা বলেন, গালি গালাজ করেন। একজন অভিনেতা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই কামনা করব। আসলে প্রশংসা থাকলে সমালোচনাও থাকবে। প্রশংসা পেয়ে নাচবেন, আর সমালোচনা পেয়ে দুঃখ পেলে চলবে নাকি!’
For all the latest entertainment News Click Here