হোয়াট ঝুমকা ট্রেন্ডে সামিল দীপিকা-রণবীর, ‘রকি’র প্রশংসায় কী লিখলেন ‘রানি’ আলিয়া
‘হোয়াট ঝুমকা’ গানে এখনও মজেনি এমন মানুষ এখন ভূ-ভারতে খুঁজে পাওয়া একটু চাপের। আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির মতোই গানটিও দর্শকদের বেশ মনে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই গানে রিলস বানাচ্ছেন। ওই ট্রেন্ডিং যাকে বলে আর কী! এবার তাতে নাম লেখালেন খোদ রণবীর পত্নী দীপিকা!
এদিন বরের সঙ্গে একটি গাড়ির মধ্যে বসেই দীপিকা পাড়ুকোনকে ‘হোয়াট ঝুমকা’ গানে নাচতে দেখা যায়। তিনি এই গানের হুকআপ স্টেপগুলো করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন তাঁর বেটার হাফ রণবীর। ‘দীপ-বীর’-এর এই ভিডিয়ো দেখে মুগ্ধ সকলেই। রণবীর খোদ এই রিল শেয়ার করে লেখেন, ‘ওর খুব পছন্দ হয়েছে।’
রণবীরের এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। বাদ যাননি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির নায়িকা আলিয়া ভাট। তিনি সহ-অভিনেতা এবং বন্ধুর পোস্টে একাধিক ভালোবাসার ইমোজি কমেন্ট করেন। জনিতা গান্ধী, অদ্রিজা রায়, বিয়ার গ্রিলস, সহ আরও অনেক তারকারা এই পোস্টে কমেন্ট করেছেন।
আরও পড়ুন: ‘রণবীরকে এতটা অশিক্ষিত….’ মুক্তির আগেই বিতর্কে করণের রকি অউর রানি কি প্রেম কাহানি
ভিডিয়োর শেষে রণবীরের মিমিক্রি করতে দেখা যায়। রকি রান্ধাওয়ার মতো করে রণবীর কিছু সংলাপ বলেন। দীপিকা সেটাকে ভ্যাঙান। তারপর বরের প্রশংসা করে বলেন, ‘কেউ তোমার মতো পারবে না।’
গত মঙ্গলবার হওয়া এই ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত থাকতে পারেননি দীপিকা। তবে এদিন গিয়ে রণবীরের সঙ্গে ছবিটি দেখেন। তিনি এদিন একটি টিশার্ট পরেছিলেন যেখানে রণবীরের মুখ আঁকা ছিল। সঙ্গে তাঁর ডেনিম জ্যাকেটে ছিল রণবীরের নামের আদ্যক্ষর।
প্রসঙ্গত এই ছবির হাত ধরে দীর্ঘ সাত বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। ‘গালি বয়’ ছবির পর এখানে ফের জুটি বাঁধলেন আলিয়া এবং রণবীর। বাঙালি মেয়ে আর পঞ্জাবি ছেলের প্রেম কাহানির এই গল্পে অন্যান্য চরিত্রে শাবানা আজমি, y জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, এবং টোটা রায়চৌধুরীকে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here