হেলমেট না পরায় ফাইন অনুষ্কার বডিগার্ড সোনু শেখকে, কত টাকা নিল মুম্বই পুলিশ?
দিনকয়েক ধরেই খবরে রয়েছেন অনুষ্কা শর্মা। কারণ হেলমেট মাথায় না দিয়েই বাইক চড়েছেন তিনি। জানা যায়, শ্যুটে পৌঁছতে দেরি হচ্ছিল গাছ পড়ে রাস্তা বন্ধ থাকার কারণে। সেই কারণে অনুষ্কা চড়ে বসেন নিরাপত্তারক্ষী সোনু শেখের বাইকের পিছনে। দুজনের মাথাতেই ছিল না হেলমেট। আর অনুষ্কার বাইকে চড়ার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে কটাক্ষ করে নেটিজেনদের একটা অংশ। এমনকী সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্যাগ করা হতে থাকে মুম্বই পুলিশকে।
সেই সময় এরকমই এক ট্যাগের জবাবে মুম্বই পুলিশ লেখে, বিষয়টা ট্র্যাফিক কন্ট্রোল পরিসেবাকে জানানো হয়েছে। এখন জানা যাচ্ছে, অনুষ্কার দেহরক্ষীকে ট্রাফিক আইন না মানার জন্য ১০, ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধারা ১২৯/১৯৪, ধারা ৫/১৮০ এবং ধারা ৩(১)১৮-এর অধীনে চালান কাটা হয়েছে। এই জরিমানা পরিশোধও করে দিয়েছেন সোনু। আরও পড়ুন: হেলমেট না পরায় ফাইন অনুষ্কার বডিগার্ড সোনু শেখকে, কত টাকা নিল মুম্বই পুলিশ?
রবিবার ঘটে এই ঘটনা। ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় সাদা চেকড শার্ট, চোখে রোদ চশমা, হাতে ব্যাগ নিয়ে বাইকে চাপলেও মাথায় হেলমেট পরেননি ভামিকার মা। অনুষ্কাকে তো চিনতে পেরে তাঁর পিছুও নিয়েছিলেন আলোচকিত্রীরা।
এদিকে হেলমেট না পরার অভিয়োগ উঠেছিল অমিতাভের উপরেও। বিগ বি রবিবার একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যায় বাইকের পিছনে বসে যাত্রা করছেন। বর্ষীয়ান অভিনেতা ক্যাপশনে লেখেন, মুম্বইয়ের জ্যামে ফেসে গিয়ে সময়মতো শ্যুটে পৌঁছতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে তিনি লিফট নেন। আর তা দেখে নেটিজেনরা প্রশ্ন তোলে, হেলমেট কোথায়। অমিতাভ বচ্চনের মতো মানুষকে এমন নিয়ম বহির্ভূত কাজ করতে দেখে অসন্তোষ প্রকাশ করে একটা অংশ।
ব্যাপার নিয়ে জলঘোলা হতেই অভিনেতা নিজের ব্লগে লেগেন, পুরোটাই তিনি মজা করেছেন। এসবই ছিল শ্যুটের অংশ। বাইক নিয়ে ব্যক্তিও তাঁর এক ক্রু মেম্বার। পুলিশের অনুমতি নিয়েই চলছিল শ্যুট রাস্তা বন্ধ করে। সঙ্গে সবাই তাঁকে নিয়ে চিন্তা ও ট্রোল করায়, তিনি ধন্যবাদ জানাতেও ভোলেননি। আর সবশেষে পড়িয়েছেন ট্রাফিক নিয়ম পালন করে চলার পাঠও।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here