হেলমেট ছাড়া বাইকে অনুষ্কা-অমিতাভ! নেটপাড়ায় ক্ষোভ, হস্তক্ষেপ মুম্বই পুলিশের
সোমবার অমিতাভ বচ্চন আর অনুষ্কা শর্মার বাইকে চড়ে কাজে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। মুম্বইয়ের জ্যামে বিধ্বস্ত হয়ে দুজনেই নিজেদের গাড়ি থেকে বের হয়ে পথচারীদের বাইকে উঠে পড়েন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন অমিতাভ। পরে ইন্ডাস্ট্রির সিনিয়রের পথে হেঁটে ওই একই কাজ করেন অনুষ্কা শর্মাও। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল নেটিজেনদের। এবার তা নিয়ে প্রতিক্রিয়া এল মুম্বই পুলিশের তরফ থেকেও।
মুম্বইয়ের ট্রাফিক নিয়ে অভিযোগ করে অমিতাভ তাঁর পোস্টে লেখেন, ‘এই সফরের জন্য ধন্যবাদ ভাই। তুমি জানো না আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ। আমার কাজের জায়গায় তুমি আমায় সঠিক সময় পৌঁছে দিয়েছ। এই ভয়ঙ্কর জ্যাম উপেক্ষা করে আমায় এভাবে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ হলুদ রঙের টিশার্ট, শর্টস আর টুপি পরা ভাই।’ সঙ্গে তাঁর বাইকে চড়ার এই ছবিটিও শেয়ার করে নেন। এখানে না অমিতাভের মাথায় হেলমেট আছে না বাইক চালানো লোকটির মাথায়।
এরপর অনুষ্কা শর্মার থেকে ছবি আসে তাঁর দেহরক্ষীর বাইকে চড়ে কাজে যাওয়ার। সাদা চেক শার্ট, চোখে রোদ চশমা, হাতে ব্যাগ নিয়ে বাইকে চাপলেও মাথায় হেলমেট পরেননি অনুষ্কা। না তিনি, না তাঁর দেহরক্ষী। অনুষ্কাকে তো চিনতে পেরে তাঁর পিছুও নিয়েছিলেন আলোচকিত্রীরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।
নেটমাধ্যমে দুই তারকার হেলমেট ছাড়া বাইক সফর নিয়ে প্রতিবাদ উঠতে শুরু করে। এর মধ্যে কেউ কেউ আবার নিজেদের পোস্টে ট্যাগ করতে শুরু করেন মুম্বই পুলিশকেও। রাতের দিকে সেই তরফে প্রতিক্রিয়া দিয়ে জানানো হয় ‘আমরা এগুলো ট্রাফিক ব্রাঞ্চের সঙ্গে শেয়ার করে নিয়েছি’।
যদিও অমিতাভের হয়ে গলা ফাটিয়েছেন একাংশ। তাঁদের যুক্তি বিগ বি বরাবরই সময়ে পৌঁছতে ভালোবাসেন। ঘড়ি ধরে সব কাজ করেন। আর গাড়ি করে কাজে যাওয়ার সময় তাঁর পক্ষে হেলমেট ক্যারি করাও সম্ভব নয়। নিতান্ত বাধ্য হয়েই তিনি বাইকে চড়েছেন, যেটাতে এমার্জেন্সি হিসেবেই ধরা উচিত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here