হেলমেটে লাগার পর ২ চার,১৫০ কিমির ‘তরুণকে এভাবে ছেড়ে দিতে পারি না’,বললেন হার্দিক
উমরান মালিকের প্রথম বলই হেলমেটে লেগেছিল। তাতে অবশ্য ধাক্কা খাননি হার্দিক পান্ডিয়া। বরং দ্বিতীয় ও তৃতীয় বলে চার মারেন। ম্যাচের শেষে হেলমেটে বল আছড়ে পড়া নিয়ে আত্মবিশ্বাসের সুরে মজাও করেন গুজরাট টাইটাইনসের অধিনায়ক। হাসিমুখে বলেন, ‘যাবতীয় সম্মান বজায় রেখেই বলছি যে একজন তরুণ তুর্কিকে আমি ওরকমভাবে ছেড়ে দিতে পারি না (হাসি)। আমায় দেখাত হত.. (হাসি)।’
সোমবার আইপিএলে টসে জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তম ওভারে উমরানের হাতে বল তুলে কেন উইলিয়ামসন। প্রথম বলই শর্ট করেন। দ্রুতগতির বল পুল করতে যান হার্দিক। কিন্তু কিছুটা দেরি করে ফেলেন। হেলমেটের গ্রিলে বল লাগে। সেই ধাক্কা সামলে পরের দুটি বলে চার মারেন গুজরাটের অধিনায়ক। যিনি শেষপর্যন্ত ৪২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।
সেই বিষয়টি নিয়ে ম্যাচের পরে সরকারি সম্প্রচারকারী সংস্থায় ধারাভাষ্যকারদের প্রশ্নের জবাবে হার্দিক বলেন, ‘(হাসিমুখে) যাবতীয় সম্মান বজায় রেখেই বলছি যে, একজন তরুণ তুর্কিকে আমি ওরকমভাবে ছেড়ে দিতে পারি না (হাসি)। আমায় দেখাত হত.. (হাসি)। আইপিএল খেলাটা কঠিন। আইপিএলে দৃঢ়তা দেখাতে হয়। ওটায় আমি বিরক্ত হইনি। তবে আমায় কিছুটা জাগিয়ে তুলেছিল বলতে পারেন। তারপর ভালো লাগছিল।’
উল্লেখ্য, মারাত্মক গতিতে বল করছেন। নিয়মিত তাঁর বল স্পিডোমিটারে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গণ্ডি পেরিয়ে যাচ্ছে। সোমবার গুজরাটের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে বল করেছেন। যে ম্যাচে খেলছেন, তাতে ম্যাচে সবথেকে দ্রুত বলের তালিকায় শীর্ষে থাকছেন ২২ বছরের উমরান।
For all the latest Sports News Click Here