হেরে বসল ব্রাজিল, অঘটন ঘটিয়েও বিদায় ক্যামেরুনের, স্বপ্নপূরণ সুইৎজারল্যান্ডের
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, কাতারে ইতিহাস লিখে ফেলল ক্যামেরুন, প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর নজির গড়ল তারা। ১-০ তিতের টিমকে হারিয়ে মাথা উঁচু করে নিজেদের অভিযান শেষ করল ক্যামেরুন। যদিও তার প্রভাব গ্রুপের টেবলে পড়েনি। এক নম্বরে থেকে শেষ ষোলোয় গেল ব্রাজিল। দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করল সুইৎজারল্যান্ড। ছিটকে গেল ক্যামেরুন এবং সার্বিয়া।
ব্রাজিল বনাম ক্য়ামেরুন
গ্রুপ পর্বের শেষ আরও একটি ম্যাচেও অঘটন। আর এ বার অঘটন ঘটাল ক্যামেরুন। ব্রাজিলকে হারিয়ে দিয়ে। গোটা ম্যাচে ব্রাজিল অনবদ্য ফুটবল খেলেছে। তবে কিছু কাউন্টার অ্যাটাকে উঠেছে ক্যামেরুন। আর তাতেই বাজিমাত। ইনজুরি টাইমে ভিনসেন্ট আবুবাকারের গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস লিখে ফেললে ক্যামেরুন।
শুক্রবার দোহার লুসেইল স্টেডিয়ামে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল তিতের দলকে। স্পেন, পর্তুগালের পর এ বার ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ক্লিনশিট রেখেছিল তিতের দল। আশা ছিল, কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপের তিনটে ম্যাচ জিতেই সেমিফাইনালে যাবে ব্রাজিল। কিন্তু সেটা সম্ভব হল হল আবুবাকারের সৌজন্যে।
আরও পড়ুন: হেরেও টপার রোনাল্ডোরা, ইতিহাস গড়ল কোরিয়া, স্বপ্নভঙ্গ উরুগুয়ের
সেলেকাওদের সামনে শীর্ষস্থান ধরে রাখার লড়াই ছিল। কিন্তু এ দিন দলে একাধিক পরিবর্তন করেন তিতে। একেই শিবিরে চোট-আঘাত সমস্যা তীব্র হয়ে উঠেছে। তার উপর একাধিক ফুটবলার ফ্লুতে ভুগছেন। তাই দলে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন তিতে। তবে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছিল ব্রাজিল। আক্রমণের ঝড় তুলেছিল। বহু সুযোগ তৈরি করেছিল। এবং সুযোগ পেয়েওছিল। তবে একাধিক সুযোগ নষ্ট এবং ফিনিশিংয়ের অভাব ডুবিয়েছে ব্রাজিলকে। গ্যালারিতে বসে দলের হার দেখলেন নেইমার।
দ্বিতীয়ার্ধে অবশ্য ব্রাজিল রক্ষণে কিছুটা চাপ বাড়ায় ক্যামেরুন। এ ক্ষেত্রে আবুবাকারই প্রধান ভূমিকা নিয়েছিল। তবে ব্রাজিলের আক্রমণ ছিল এর কয়েক গুণ। সকলে মিলে আক্রমণে উঠে আসছিলেন ব্রাজিলের ফুটবলাররা। গোলের জন্য তারা মরিয়া হয়ে উঠেছিলেন। সেই সুযোগটাই কাজে লাগায় ক্য়ামেরুন। ইনজুরি টাইমে ধূধূ করছিল ব্রাজিলের বক্স। প্রতি আক্রমণে উঠে সুযোগ তৈরি করে ক্যামেরুন। আর সেই সুযোগ মিস করেননি আবুবাকার। এর পর আর ব্রাজিল গোলশোধ করতে পারেনি। গ্রুপের শেষ ম্যাচ হেরে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল ব্রাজিলকে। আর বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেও, বীর যোদ্ধার মতোই নিজেদের অভিযান শেষ করল ক্যামেরুন।
আরও পড়ুন: এখনও পা ফোলা, ব্যথা রয়েছে- নেইমারকে বাকি বিশ্বকাপে পাওয়া যাবে তো?
সুইৎজারল্যান্ড বনাম সার্বিয়া
জি গ্রুপের অন্য ম্যাচ ছিল নাটকীয়তায় মোড়া। হাড্ডাহাড্ডি লড়াই হল সুইৎজারল্যান্ড বনাম সার্বিয়া ম্যাচে। বিশেষ করে প্রথমার্ধে ছিল পরতে পরতে উত্তেজনা। আক্রমণ-প্রতি আক্রমণের ঝড়। তবে ৩-২ সার্বিয়াকে হারিয়ে শেষ ১৬-তে গেল সুইৎজারল্যান্ডই।
প্রথম ২০ মিনিটে শাকিরির গোলে এগিয়ে গিয়েছিল সুইৎজারল্যান্ড। কিন্তু ব্য়বধান ফেরাতে সময় নেয়নি সার্বিয়া। গোল খাওয়ার ছয় মিনিটের মধ্যে সমতা ফেরায় তারা। মিত্রোভিচের দুরন্ত হেডারে ১-১ করে সার্বিয়া। ম্যাচের ৩৫ মিনিটে দ্বিতীয় গোল সার্বিয়ার। ডুসান ভ্লাহোভিচের গোলে ২-১ এগিয়ে যায় সার্বিয়া। তবে এর পরেও ছিল আরও চমক। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৪ মিনিটে সুইৎজারল্যান্ডের এম্বোলো সমতা ফেরান।
প্রথমার্ধের রেশ দ্বিতীয়ার্ধের শুরুতেও ছিল। বিরতির ঠিক পরেই ম্যাচের ৪৮ মিনিটে রেমো ফ্রেউলার গোলে ৩-২ এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। এর পর আর কোনও দলই গোলের খুলতে পারেনি। ম্যাচ জিতে সরাসরি প্রি-কোয়ার্টারে চলে যায় সুইৎজারল্যান্ড।
For all the latest Sports News Click Here