হেরে গিয়ে ফের মেজাজ হারালেন আক্রম, ঠিক কী হল তাঁর?
পাকিস্তান সুপার লিগে পরপর হারের মুখ দেখছে করাচি কিংস। শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ছয় উইকেটে হারতে হয়েছে তাদের। শাদাব খানের নেতৃত্বাধীন দল ম্যাচের ৪ বল বাকি থাকতে ২০২ রানের বিশাল টার্গেট তুলে নেয়। ইসলামাবাদ ইউনাইটেডের উইকেটরক্ষক ব্যাটার আজম খান মাত্র ৪১ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। অ্যালেক্স হেলস করেন ১৬ বলে ৩৪ রান। ফাহিম আশরাফ ৩২ বলে ৪১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ ওভারে আজমদের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ৮ রান। পরপর দুই বলে একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরে ম্যাচ জেতান আসিফ আলি।
২০২ রানের বিরাট লক্ষ্যমাত্রা দিয়েও হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি নন করাচি কিংসের সভাপতি ওয়াসিম আক্রম। ম্যাচ হারের পর ওয়াসিম আক্রমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে ওয়াসিমের পাশে বসে থাকা শোয়েব মালিককে ক্ষুব্ধভাবে কিছু বোঝাচ্ছেন তিনি। দৃশ্য দেখে বোঝা যাচ্ছে বেশ কড়া ভাবেই কিছু বলছেন পাকিস্তানের এই প্রাক্তন তারকা জোরে বোলার।
আরও পড়ুন… ফিরছেন না প্যাট কামিন্স! চতুর্থ টেস্টেও কী নেতৃত্ব সামলাবেন স্টিভ স্মিথ?
আরও পড়ুন… চতুর্থ টেস্টে ফিরতে পারেন শামি, খুব সম্ভবত হবে না ঘূর্ণি উইকেট
ম্যাচে করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম ৫৪ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। তাঁর ধ্বংসাত্মক ব্যাটিংয়ের ফলে করাচির দলগত রান দাঁড়ায় ৫ উইকেটে ২০১। কিন্তু তাঁর এই লড়াইয়ের মর্যাদা রাখতে পারেনি দলের বোলাররা। করাচির জোরে বোলার মহাম্মদ আমির তাঁর কুচকির চোট নিয়েও খেলছিলেন। কিন্তু বিপক্ষককে আটকে রাখতে পারেননি তিনি। ৪ ওভারে ৪০ রান দেন তিনি। নিয়েছেন মাত্র একটি উইকেট। শেষ ওভারে আশরাফ রান আউট হন। ব্যাট করতে আসেন আসিফ আলি। ইয়ামিনকে শেষ ওভারের পরপর দুটি বলে ছয় এবং চার মেরে ম্যাচ জেতান।
এই নিয়ে পিএসএলে করাচি সুপার কিংস তাদের আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে হারের মুখোমুখি হল। ছয় দলীয় এই টুর্নামেন্টের পঞ্চম স্থানে রয়েছে করাচি সুপার কিংস। ইসলামাবাদ ম্যাচের আগে পেশােয়ার জালমির কাছেও হারতে হয়েছে করাচি কিংসকে। পরপর দুই ম্যাচে হারের ফরে স্বাভাবিক ভাবেই হতাশ দলের সভাপতি। সবচেয়ে বড় কথা, বড় রানের টার্গেট দেওয়ার পরও এই ভাবে হার কোনও ভাবেই মেনে নিতে পারছেন না এই পাক কিংবদন্তি পেসার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here