হেরা ফেরি ৩ এর হাঁড়ির খবর ফাঁস করলেন পরেশ রাওয়াল, কবে মুক্তি পাচ্ছে ছবি?
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পোস্ত ছবিটির হিন্দি ভার্সন শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে পরেশ রাওয়ালকে। বাংলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে যে চরিত্রে দেখা গিয়েছিল তিনি এই ছবিতে সেই চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির পাশাপাশি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা হেরা ফেরি ৩ সম্পর্কেও একটি জরুরি আপডেট দিলেন।
পোস্ত সম্পর্কে কী বললেন পরেশ?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি ইচ্ছে করেই পোস্ত ছবিটি দেখিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুব বড় ভক্ত আমি। ওঁর অভিনয় দেখলে উনি ওই ছবিতে যা যা করেছিলেন আমিও তাই তাই করতাম, সেখান থেকে বেরিয়ে নতুনত্ব কিছু দিতে পারতাম না।’ তিনি একই সঙ্গে এই ছবি প্রসঙ্গে বলেন, ‘ছবিটির গল্পটা দারুণ। দাদু আর নাতির যে সম্পর্ক, যে ইমোশনাল টান সেটা এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। পরিবারের সবার সঙ্গে দেখার মতো একটা ছবি।’
আরও পড়ুন: টাইগার জিন্দা হ্যায়র আয় টপকাতেই হিমশিম খাচ্ছে টাইগার ৩! ১২ দিনে কত আয় করল সলমনের ছবি?
আরও পড়ুন: বিশ্বকাপ ফুরালেও হাসিনের নিশানায় শামি, নাম করে কেন বললেন, ‘এবার সবাই তামাশা দেখবে’?
হেরা ফেরি ৩ প্রসঙ্গে পরেশ রাওয়াল
আগামীতে পরেশ রাওয়ালকে একাধিক ছবিতে দেখা যেতে চলেছে। বলা ভালো একাধিক সিক্যুয়েলে দেখা যাবে তাঁকে। এর মধ্যে অন্যতম হল হেরা ফেরি ৩ ছবিতে তিনি আবার বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে অভিনয় করবেন। বাদ দেবেন না ওয়েলকাম ৩। সেখানে তাঁকে ডক্টর ঘুংরুর চরিত্রে। কিন্তু কবে আসবে এই ছবিগুলো? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘হেরা ফেরি ৩ ছবিটি আগামী বছরই আসবে। হয়তো ২০২৪ এর শেষ দিকেই। আগামী বছরই শুটিং শুরু হবে। ওয়েলকাম ৩ ছবির শুটিং এই বছরের শেষেই শুরু হয়ে যাবে। ওটা মে জুনের দিকে মুক্তি পেতে পারে।’
For all the latest entertainment News Click Here