‘হেরা ফেরি’ নিয়ে এবার হেরা ফেরি! অক্ষয় কি ফিরছেন রাজু হয়ে? কী জানা গেল
‘হেরা ফেরি ৩’ ছবিটি নিয়ে বর্তমানে বিস্তর আলোচনা চলছে। নানান জল্পনা গড়ে উঠছে এই ছবিকে কেন্দ্র করে। কেউ বলছেন অক্ষয় কুমার হেরা ফেরি ৩ ছবিটিতে অভিনয় করবেন, কেউ বলছেন না, তিনি এই ছবিতে অভিনয় করবেন না। আবার শোনা যাচ্ছে প্রথম না বললেও, এখন তিনি এই ছবি করতে রাজি হয়েছেন। ফলে চারদিক থেকে নানান তথ্য উঠে আসছে, কিন্তু সত্যটা আসলে কী? এই ছবিকে নিয়ে আসলে ঠিক কী চলছে?
শ্যুটিং শুরু না হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই ছবি। কিন্তু এত যে তথ্য শোনা যাচ্ছে এই ছবিকে নিয়ে তার ভিত্তি কী? কোথা থেকে মিলছে এই খবরগুলো? এটুকু তো নিশ্চিত যে এই খবরগুলো কোনও ভাবেই আক্কি বা তাঁর টিম থেকে আসছে না। তাহলে?
প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা বহুদিন পর প্রযোজনায় ফিরতে চলেছেন। আর এই ফিরে আসার জন্য হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির মতো ভালো অপশন আর কিছুই নেই তাঁর কাছে। তিনি এই ছবিটির ফ্র্যাঞ্চাইজির কারণেই এত পরিচিত। ফলে সেই ছবিকেই যে তিনি বেছে নেবেন দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার জন্য সেটাই স্বাভাবিক। আর সেই কারণে এই ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি আনার জন্য তিনি একটু তাড়াহুড়ো করছেন বইকি।
কিন্তু দুঃখের বিষয় হল এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ যে চরিত্র সেই রাজু, ওরফে অক্ষয় কুমারই যদি না থাকেন তাহলে আর কী মানে দাঁড়াল এই ছবির? বিষয়টা অনেকটা ওই আগ্রা ঘুরতে গেলাম অথচ তাজমহল দেখলাম না ওরম হয়ে গেল না? আর সেই বিষয়টাই দর্শকরা মেনে নিতে পারছেন না। তাঁদের কাছে হেরা ফেরি মানেই রাজু, বাবু ভাইয়া এবং শ্যাম। সেখানে একজনও যদি না থাকেন বিষয়টা কেমন লাগবে না! আর সেই জন্যই হয়তো গোটা ছবি নিয়ে নানান আলোচনা চলছে।
একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী হেরা ফেরি ৩ ছবির কাস্টিং ফাইনাল হয়ে গিয়েছিল খাতায় কলমে। কার্তিক আরিয়ানকে নেওয়া হয়েছিল এই ছবিতে। কিন্তু এরপর একটা বদল ঘটে যায়। ফিরোজ নাদিয়াওয়ালা বোঝেন ‘রাজু’কে ছাড়া এই ছবি সম্ভব নয়। তখন তিনি লাগাতার অক্ষয়ের সঙ্গে দেখা করেন, আলোচনা করেন, সমস্যা মেটানোর চেষ্টা করেন। কারণ তিনি জানেন অক্ষয় ছাড়া এই ছবি জমবে না, বক্স অফিসেও চলবে না। কিন্তু এই তথ্যের কি কোনও সত্যতা আছে?
না। এই খবরটা সর্বৈব ভুল। অক্ষয় কুমার কোনও ভাবেই আর হেরা ফেরি ৩এ ফিরছেন না। অভিনেতার এক বন্ধু জানিয়েছেন, ‘ প্রতিটা গল্পই মিথ্যে। কেউ ইচ্ছে করে এগুলো ছড়াচ্ছে যাতে ছবিটি আলোচনায় থাকে এবং মুক্তি পাওয়ার পর যেন সেটা বক্স অফিসে বিপুল সাড়া পায়। অক্ষয় এই ছবির প্রযোজকের সঙ্গে মোটেই কোনও আলোচনায় বসেনি। সে কোনও আগ্রহ দেখায়নি এই ছবি করার বিষয়ে।’ তাঁর কথায় ‘অক্ষয় হেরা ফেরি ছবিটি আর কখনই করবে না। কখনও না।’
যেহেতু অক্ষয় আর কোনভাবেই এই ছবির অংশ থাকছেন না, সেহেতু সেখানে কার্তিক আরিয়ানকে যে দেখা যেতে চলেছে সেটুকু নিশ্চিত। তবে এখন এই ছবি নিয়ে রোজ রোজ নতুন গল্প তৈরি হচ্ছে, হবেও। যদিও কিছুদিন আগেই হিন্দুস্তান টাইমস লিডারশিপ অনুষ্ঠানে এসে অভিনেতা নিজে জানিয়ে গিয়েছেন যে তিনি এই ছবির স্ক্রিপ্ট নিয়ে খুশি নন, তিনি এই ছবি করছেন না।
For all the latest entertainment News Click Here