হেরা ফেরির দুঃখ কমাতে কমেডি মুভি ‘খেল খেল ম্যায়’ আনছেন অক্ষয়, সঙ্গে তাপসী-বাণী
Akshay Kumar on Khel Khel Mein ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয় কুমার থাকছেন না, একথা শুনে মনে আঘাত পেয়েছিলেন অনেকেই। দিন দুই তো টুইটারে ট্রেন্ডও করেছিল, ‘নো অক্ষয়, নো হেরাফেরি’। তবে অনুরাগীদের নতুন চমক দিতে তৈরি খিলাড়ি। কারণ ইতিমধ্যেই নতুন প্রোজেক্টের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন। নাম ‘খেল খেল ম্যায়’। কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি।
‘খেল খেল ম্যায়’-এর পরিচালনা করবেন মুদস্সর আজিজ। রয়েছেন তাপসী পান্নু, বাণী কাপুর ও পঞ্জাবি গায়ক অ্যামি ভিরক। কমেডি ঘরনায় বরাবরই সিদ্ধহস্ত অক্ষয়। তাঁর মতো করে দর্শককে হাসাতে খুব কম নায়কই পারেন। তাই হেরা ফেরির মতো কাল্ট কমেডিতে অক্ষয়ের না থাকার আক্ষেপ একটু হলেও এবার ঘুঁচবে।
প্রসঙ্গত, অক্ষয় বেল বটম ছবিতে কাজ করেছেন বাণী কাপুরের সঙ্গে। অন্য দিকে তাপসীর সঙ্গে করেছেন নাম শাবানা আর মিশন মঙ্গল। পঞ্জাবি গায়ক-অভিনেতা অ্যামির সঙ্গে এটাই প্রথম কাজ অক্ষয়ের। বহুদিন কমেডি থেকে দূরে আছেন খিলাড়ি কুমার। সেই ২০১৯ সালে এসেছিল গুড নিউড। যা ভালোই ব্যবসা করেছিল। তাই আশা করা যায়, ‘খেল খেল ম্যায়’-ই হয়তো তাঁর ভাগ্য ফেরাবে।
আসলে চলতি বছরটা একেবারেই ভালো যায়নি অক্ষয়ের। পাঁচটা ছবি এসেছে তাঁর। যার মধ্যে একটা ওটিটি-তে, কাঠপুতলি। এটা টানা কয়েকদিন ছিল ডিজনি প্লাস হটস্টারে মোস্ট ওয়াচড-এর তালিকায়। বাদবাকি সূর্যবংশী, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন আর রাম সেতু- হাল খুব খারাপ। দিওয়ালিতে রাম সেতু মুক্তি পেয়েছিল হলে। রামায়ণ-রাবণ-বানর সেনা-রামের ইমোশনে প্রথম দুদিন হলে খুব লোক হলেও, ধীরে ধীরে তা কমতে থাকে। ফলে এই ছবিও ১০০ কোটির ঘর ছুঁতে ব্যর্থ হয়।
‘খেল খেল ম্যায়’ ছাড়়াও অক্ষয়ের হাতে আছে সেলফি, ওএমজি ২ আর ক্যাপসুল গিল।
For all the latest entertainment News Click Here