হৃত্বিকের সঙ্গে সেলফির আবদার, এক ধাক্কায় ঠেলে দেওয়া হল ‘ফুড ডেলিভারি বয়’কে…
প্রাক্তন স্ত্রী সুজান খান ও সুজানের বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে ডিনারে গিয়েছিলেন হৃত্বিক রোশন। পাপারাৎজ্জোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিওতে হৃত্বিক, সুজান সহ অন্যান্যদের দেখা গিয়েছে।
ভিডিয়োতে দেখা যায় হৃত্বিক রোস্তোরাঁ থেকে বের হয়ে গাড়ির সামনে অপেক্ষা করছিলেন। এক ব্যক্তি হৃত্বিককে একটা ছবি তোলার জন্য অনুরোধ করলে তিনি বিনয়ের সঙ্গেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এক ফুড ডেলিভারি বয় হৃত্বিকের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করলে তিনি তাঁর দিকে কিছুটা ঝুঁকে যান পোজ দেওয়ার জন্য। হৃত্বিক পোজ দেওয়ার চেষ্টা করলেও তাঁর নিরাপত্তারক্ষী ওই অল্পবয়সী ফুড ডেলিভারি বয়কে ঠেলে সরিয়ে দেন। এরপর হৃত্বিক মাথা নাড়তে নাড়তে গাড়িতে উঠে পড়েন। খুব সম্ভবত হৃত্বিক রেস্তোরাঁ থেকে বের হয়ে অন্যদের জন্য অপেক্ষা করছিলেন। হৃত্বিকের কিছু পরেই রেস্তোরাঁ থেকে বের হয়ে আসে সুজান খানের ভাই জায়েদ খান। আরসালান গোনির সঙ্গে বের হয়ে আসেন সুজান খান। এদিন সুজানকে একটি কালো টপ এবং খাকি প্যান্টে দেখা যায়, আরসালান পরেছিলেন একটি কালো টি-শার্ট এবং নীল ডেনিম। ভিডিয়ো ক্লিপটিতে হৃতিক ও সুজানের ছোট ছেলে হৃদানকেও দেখা গিয়েছে।
আরও পড়ুন-বাংলা বর্ষশুরুর দিনই খারাপ খবর, গরমে মৃত্যু হল এক যাত্রা শিল্পীর
এদিকে হৃত্বিকের নিরাপত্তারক্ষীকে ফুড ডেলিভারি বয়কে ধাক্কা দিতে দেখে বেশ বিরক্ত নেটপাড়ার নাগরিকরা। ‘ওঁরা নিজেদের যে কী মনে করেন, বাচ্চাটিকে কীভাবে ধাক্কা দিলেন!’ কেউ লিখেছেন, ‘আমাদেরই উচিত এদের প্রচার বন্ধ করা, আর বাচ্চা ছেলেটিরই বা কী দরকার ছিল ওঁর সঙ্গে সেলফি তুলতে যাওয়ার!’ কারোর কটাক্ষ, ‘এঁরাই আবার সিনেমার প্রচারে ভুয়ো হাসি নিয়ে চলে আসবেন প্রচারের জন্য, একটা সেলফি তুললে কী এমন ক্ষতি হত!’ কারোর দাবি, ‘এটা কী অসভ্যতা, মানবাধিকার ভাঙার অপরাধে এদের গ্রেফতার করা উচিত।’ কারোর দাবি ‘আমি এঁকেই সম্মান করতাম, সুন্দর ব্যবহারের জন্য, কিন্তুু এ কী ব্যবহার, গ্রিক গড বলা হয় বলে কি নিজেকেই গড ভাবতে শুরু করেছেন নাকি!’
প্রসঙ্গত, হৃত্বিক-সুজান ২০০০ সালে বেঙ্গালুরুতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন। এরপর ২০০৬ সালে জন্ম হয়েছিল হৃত্বিকের প্রথম সন্তান রেহানের, ২০০৮ জন্ম হয় হৃদানের। পরবর্তী সময় ২০১৩ সালে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেন হৃত্বিক ও সুজান। তবে বিয়ে ভাঙার পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় করেছেন হৃত্বিক ও সুজান। এই মুহূর্তে হৃত্বিক ও সুজান দুজনেই আলাদা আলাদা সম্পর্কে রয়েছেন।
For all the latest entertainment News Click Here